shono
Advertisement

Breaking News

রেলকর্মীদের মধ্যে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ, ট্রেন চলাচল শুরু হওয়ায় ক্ষুব্ধ কর্মী সংগঠন

লিখিত নির্দেশ ছাড়াই কাজে যোগ দেওয়ার চাপ, অভিযোগ কর্মীদের। The post রেলকর্মীদের মধ্যে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ, ট্রেন চলাচল শুরু হওয়ায় ক্ষুব্ধ কর্মী সংগঠন appeared first on Sangbad Pratidin.
Posted: 03:56 PM Jun 16, 2020Updated: 03:56 PM Jun 16, 2020

সুব্রত বিশ্বাস: আনলক পিরিয়ডে জরুরি পরিষেবার কর্মীদের কাজে ফেরাতে আংশিক ট্রেন চলাচল শুরু হয়েছে মুম্বই শহরতলিতে। তিনশো লোকাল ট্রেন চালিয়ে প্রাথমিক পর্যায়ে রাজ্যের জরুরি পরিষেবার কর্মীদের যাতায়াতের সুবিধা করলেও রেলকর্মীদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে রেল বলে অভিযোগ তুলেছে কর্মী সংগঠনগুলি। একেবারে তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ জানিয়েছেন তাঁরা। রেলকর্মীদের বক্তব্য, কর্মীদের কাজে মৌখিকভাবে ডেকে পাঠানো হচ্ছে। মোবাইল মেসেজ না থাকায় নির্ধারিত নির্দেশ প্রমাণ হচ্ছে না। ফলে রেল অধিকারিকরা বলতে পারছেন, স্বইচ্ছায় কর্মীরা কাজে আসছেন। এতে করোনা সংক্রামিত বা মৃত্যু হলে কর্মীদের ঘাড়েই দায় চাপছে বলে ইউনিয়নের অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: তাজ্জব কাণ্ড! ২৫০ জনকে কামড়ে আজীবন ‘কারাবাসে’ মদ্যপ হনুমান]

পশ্চিম রেলের বসাই স্টেশনে দিন কয়েক আগে চার রেলকর্মীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তাঁদের সঙ্গে কাজ করার জন্য ৪৬ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাঁদের আইসোলেশন পিরিয়ড এখনও শেষ হয়নি। তার মধ্যে ট্রেন চালানো শুরু হল। এর আগে সুরাতে রেলের এক চিফ ইন্সপেক্টর টিকিটটের শরীরে সংক্রমণ ধরা পড়ে। তাঁর সঙ্গে কাজ করায় বাইশ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। যাঁদের মধ্যে দুই এডিআরএম ও একজন ডিসিএম আধিকারিক পদমর্যাদার অফিসার রয়েছেন। উধনা স্টেশনে এক বুকিং ক্লার্ক আক্রান্ত। কোয়ারেন্টাইনে তাঁর সহকর্মীরা।

এদিক, রেলকীদের মধ্যে যখন সংক্রামণের সংখ্যা বাড়ছে তখন দক্ষিণ রেলের পেরাম্বুর ও চেন্নাই রেল হাসপাতালে একসঙ্গে দশজন মারা যাওয়ার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হাতেও চাঞ্চল্য ছড়ায় দেশজুড়ে। রেলবোর্ডেও আক্রান্তের ঘটনা ঘটেছে। ফলে আক্রমনের ঘটনা বাদ যাচ্ছে না কোথাও। এই পরিস্থিতিতে কর্মী সংগঠন গুলি ঊর্ধতনদের বারবার উপযুক্ত পদক্ষেপের আবেদন জানিয়ে চলেছেন। আদপে কোনও কাজই হচ্ছে না বলে তাঁদের অভিযোগ। উপরন্তু রাজ্যের নির্দেশে কাজে যোগ দেওয়া কর্মীদের হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের কর্মী সংগঠন ইতিমধ্যে অভিযোগ তুলেছে, এই ধরনের হোম কোয়ারেন্টাইনে যাওয়া কর্মীদের রেল সিক লিভ (এলএপি) কোটে দিচ্ছে। পরিষেবা দিতে গিয়ে রেলকর্মীরা তবে কি জীবন বলি দিতে বাধ্য হবেন, এই প্রশ্ন তুলে সরব কর্মী থেকে সংগঠনগুলি।

[আরও পড়ুন: লাদাখে চিনের ছোবল, প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং]

The post রেলকর্মীদের মধ্যে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ, ট্রেন চলাচল শুরু হওয়ায় ক্ষুব্ধ কর্মী সংগঠন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement