সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের কোভিড (COVID-19) গ্রাফে তেমন পরিবর্তন দেখা গেল না নতুন সপ্তাহেও। স্বাস্থ্যমন্ত্রকের সোমবার পরিসংখ্যানেও দৈনিক করোনা সংক্রমণে তেমন পরিবর্তন নেই। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৩৬১ জন, রবিবারের তুলনায় ছিঁটেফোঁটা কম। তবে দৈনিক মৃত্যুর হারে খানিক স্বস্তি। রবিবার করোনায় মৃত্যু হয়েছিল ৪৩৫ জনের। আর সোমবার তা নেমে দাঁড়াল ৪১৬এ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ৩৫ হাজার ৯৬৮ জন।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে অ্য়াকটিভ করোনা রোগীর সংখ্য়া সামান্য বেড়েছে। এই মুহূর্তে তা ৪ লক্ষ ১১ হাজারের বেশি। রবিবারও যা ছিল ৪ লক্ষ ৮ হাজারের কাছাকাছি। আর দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ২০ হাজার ৯৬৭। সুস্থতার হার অবশ্য অনেকটাই বেশি। করোনার কবলমুক্ত হয়েছেন দেশের ৩ কোটি ৫ লক্ষ ৭৯ হাজার ১০৬ জন।
[আরও পড়ুন: মূর্তি বসার আগেই ডাকাতরানি ফুলনদেবীর মূর্তি বাজেয়াপ্ত যোগীর পুলিশের, ধুন্ধুমার UP-তে]
করোনার আসন্ন তৃতীয় ঢেউ সামলাতে টিকাকরণে (Corona vaccination) আরও জোর দেওয়ার দাবি উঠেছে স্বাস্থ্য়মহলের তরফে। টিকাকরণ সম্পূর্ণ হলেই এবারের যুদ্ধ জয় সম্ভব, এমনই মনে করছেন তাঁরা। ইতিমধ্য়ে করোনা টিকা পেয়েছেন দেশের ৪৩ কোটি ৫১ লক্ষ ৯৬ হাজার ১ জন। অর্থাৎ সাড়ে ৪৩ কোটিরও বেশি। এই হার খানিকটা আশাব্য়ঞ্জক বলে মত স্বাস্থ্যমহলের। তবে ডিসেম্বরের মধ্যে দেশবাসীর টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাবে, এই প্রতিশ্রুতি দিয়েও তা থেকে কার্যত পিছিয়ে আসতে বাধ্য হচ্ছে কেন্দ্র। কারণ একটাই, টিকার সংকট, সরবরাহে সমস্যা। যার জেরে অনেক জায়গায় মাঝেমধ্যেই টিকা দেওয়ার কাজ বন্ধ থাকছে। এসবের মাঝেই দিল্লিতে আজ থেকে ১০০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চালু হয়ে গেল। তবে অতিরিক্ত সংক্রমণ-প্রবণ রাজ্যগুলিতে লকডাউন, নাইট কারফিউ জারি-সহ একাধিক উপায়ে সংক্রমণ রোখার চেষ্টা চলছে।