shono
Advertisement

Breaking News

বছরের শেষ সপ্তাহে দেশের করোনা সংক্রমণে ফের উদ্বেগ, বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত দেশের ২০,০২১ জন।
Posted: 10:20 AM Dec 28, 2020Updated: 10:28 AM Dec 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষ সপ্তাহে ফের ঊর্ধ্বমুখী দেশের (Coronavirus) করোনা গ্রাফ। বাড়ল দৈনিক সংক্রমণ। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০,০২১ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ১৮ হাজারের কোটায়। মৃত্যুর সংখ্যা গত দু’দিনে একই রয়েছে – ২৭৯। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্ত হয়ে ফিরেছেন ২১,১৩১ জন।

Advertisement

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ২ লক্ষ ৭৮৭১, যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ৭৭ হাজার ৩০১। করোনাযুদ্ধে জয়ী হয়েছেন দেশের মোট ৯৭ লক্ষ ৮২ হাজার ৬৬৯ জন। এই হার নেহাৎ খারাপ নয়। তবে তীব্র শীত দেশের বিভিন্ন জায়গায় ভাইরাসকে বধ করে সুস্থ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। বছর শেষ হওয়ার কয়েকটা দিনে কি সুস্থতার হার আরও বাড়বে? নতুন বছরে পা রাখার আগে সেটাই বড় প্রশ্ন।

[আরও পড়ুন: ‘গো করোনা গো’র পর এবার ‘নো করোনা’ স্লোগান দিলেন রামদাস আতাওয়ালে]

নতুন বছরে অবশ্য করোনাবধের অস্ত্র হিসেবে ভ্যাকসিন হাতে পাওয়ার আশা উজ্জ্বল হয়েছে। সব ঠিক থাকলে, আগামী বছরের প্রথমার্ধ্বেই ভারতে প্রতিষেধক প্রয়োগের কাজ শুরু হতে পারে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তবে তার আগে পর্যন্ত চূড়ান্ত সাবধানতা অবলম্বন ছাড়া সংক্রমণমুক্ত থাকার রাস্তা নেই। যদিও তুলনায় শীতের মরশুমেও করোনাযুদ্ধে ভারত (India) এগিয়ে চলেছে। যতটা ভয়াবহ পরিস্থিতির কথা আশঙ্কা করা হয়েছিল, তার চেয়ে বাস্তব ছবিটা খানিকটা ভাল। আর সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় আশাব্যঞ্জক ঘটনা।

[আরও পড়ুন: করোনার নতুন স্ট্রেনের হদিশ দেবে দেশের ১০ টি ল্যাব, জানাল কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement