shono
Advertisement

Breaking News

করোনা LIVE UPDATE: কোভিড-১৯’এর বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের লড়াইকে কুর্নিশ, বার্তা নরেন্দ্র মোদির

২০২৫-এর মধ্যে ভারত থেকে টিবি নির্মূল করাই লক্ষ্য। The post করোনা LIVE UPDATE: কোভিড-১৯’এর বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের লড়াইকে কুর্নিশ, বার্তা নরেন্দ্র মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 08:27 AM Jun 01, 2020Updated: 11:46 AM Jun 01, 2020

আজ শুরু লকডাউন ৫.০। তবে কনটেনমেন্ট জোন ছাড়া অন্য এলাকাগুলি স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যা  ১ লক্ষ ৯০ হাজার ৫৩৫। মৃত্যু হয়েছে ৫৩৯৪ জনের। এই মুহূর্তে বাংলাতে করোনা আক্রান্তের সংখ্যা ৫,৫০১। মৃত বেড়ে ২৪৫।করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
সকাল ১১.১০: 
স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর। রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালের রজত জয়ন্তী উপলক্ষ্যে এই বার্তা।

Advertisement

  • করোনা ভাইরাস অদৃশ্য শত্রু। করোনার বিরুদ্ধে লড়তে হবে। ডাক্তাররা ভাল কাজ করছেন।
  • চিকিৎসা ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে বিষয়ে জোর দিতে হবে।
  • চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে ভারতের চিকিৎসা ব্যবস্থা।
  • আয়ুষ্মান ভারতে এক কোটি মানুষ উপকৃত হয়েছেন।

সকাল ১০.৩৫: ক্যাবিনেট বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সকাল  ১০.৩০ : দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে নতূন করে কেভিড পজিটিভ ১০ জন। জেলায় মোট কেভিড পজিটিভের সংখ্যা দাঁড়াল ২৬
সকাল ১০.০০:
কলকাতা-হাওড়া ফেরি সার্ভিস শুরু। অভিযোগ, ফেরিতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।

সকাল ৯.২৫: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত  আরও ৮,৩৯২ জন। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১,৯০,৫৩৫ জন। একই সময় মৃত্যু হয়েছে আরও ২৩০ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩৯৪ জন। বেড়েছে সুস্থতার হারও। 

সকাল ৮.৩০:  আমেরিকায় গত ২৪ ঘণ্টায়  ৫৯৮ জনের মৃত্যু হয়েছে। ফলে সে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৪ হাজার ৩৫৬ জন। আক্রান্তও বাড়ছে হু হু করে।
সকাল ৮.১৫:
বলিউডে করোনার থাবা। মৃত্যু হল ওয়াজিদ খানের। গলা ও কিডনির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি।
সকাল ৮.১০:
মহারাষ্ট্র থেকে হাওড়া ফিরল শ্রমিক স্পেশ্যাল ট্রেন। জীবাণমুক্ত না করেই উত্তরবঙ্গে পাঠানোর অভিযোগ।

সকাল ৮.০৫: দেশজুড়ে ২০০টি দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরু। হাওড়া থেকে ছাড়ল জনশতাব্দি।

সকাল ৮.০০: লকডাউন ৫.০ শুরু। শুরু দেশকে আনলক করার প্রথম পর্যায়ও।

The post করোনা LIVE UPDATE: কোভিড-১৯’এর বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের লড়াইকে কুর্নিশ, বার্তা নরেন্দ্র মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement