সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনামুক্তির পথে আরও এক ধাপ এগোল ভারত। লক্ষ্মীবার ফের অনেকটা কমল দেশের দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা। মঙ্গলবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা ৭ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। বুধবার অবশ্য তা অনেকটা বাড়ে। বৃহস্পতিবার ফের দৈনিক সংক্রমণ অনেকটা কমেছে। অনেকটা কমেছে দৈনিক মৃতের সংখ্যাটাও। যার ফলে অ্যাকটিভ কেস এবং মৃত্যুহার দু’টোই আগের থেকে কমল। আরও স্বস্তির খবর, দেশের ১৪৭টি জেলায় গত এক সপ্তাহে একজনও করোনা আক্রান্তের হদিশ মেলেনি। ১৮ জেলায় করোনা হয়নি গত ১৪ দিন। ৬ জেলায় গত ২১ দিন একজনও মারণ ভাইরাসের কবলে পড়েননি। ২১ জেলায় গত চার সপ্তাহে একজনও করোনা আক্রান্ত হননি।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৬৬৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা বুধবারের থেকে হাজার খানেক কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭ লক্ষ ১ হাজার ১৯৩ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৮৪৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৩ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটাই।
[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসের ট্যাবলোয় রাম মন্দিরের নকশা, বিতর্কের মধ্যেই সেরার খেতাব পেল উত্তরপ্রদেশ]
গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১৪ হাজার ৩০১ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেকটাই বেশি। আগের দিনের তুলনাতেও সুস্থতার সংখ্যাটা সামান্য বেশি। আপাতত মোট অ্যাকটিভ ১ লক্ষ ৭৩ হাজার ৭৪০ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৩ লক্ষ ৭৩ হাজার ৬০৬ জন। ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ। প্রথম ১৩ দিনে দেশে মোট করোনার টিকা পেয়েছেন ২৩ লক্ষ ৫৫ হাজার ৯৭৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে প্রায় সাড়ে ৭ লক্ষ।