shono
Advertisement

Breaking News

Coronavirus: উৎসবের মরশুমে স্বস্তি করোনা পরিসংখ্যানে, ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২০ হাজারের কম

নবরাত্রির মধ্যেই ১০০ কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেট কেন্দ্রের।
Posted: 09:40 AM Oct 10, 2021Updated: 09:40 AM Oct 10, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে দেশের দৈনিক করোনা (COVID-19) পরিসংখ্যানে বড়সড় স্বস্তি। পরপর দু’দিন দেশের করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে। লাগাতার আক্রান্তের সংখ্যা কমলেও সুস্থতার হারে তেমন পরিবর্তন হচ্ছে না। যার ফলে প্রায় প্রতিদিনই কমছে অ্যাকটিভ কেস। যা আরও স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে। তবে, এসবের মধ্যে সামান্য অস্বস্তির কারণ হিসাবে উঠে আসছে মৃত্যুর সংখ্যাটা।

Advertisement

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ১৬৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। এদিকে দেশে একদিনে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ২১৪ জন। যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৫০ হাজার ৫৮৯ জন।

[আরও পড়ুন: ‘আপনিই সারা বিশ্বের অনুপ্রেরণা’, ভারতে এসে মোদির প্রশংসায় পঞ্চমুখ ডেনমার্কের প্রধানমন্ত্রী]

দৈনিক সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ৯৭১ জন। যা গত কয়েক মাসে সর্বনিম্ন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩২ লক্ষ ৭১ হাজার ৯১৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৩ হাজার ৬২৪ জন।

[আরও পড়ুন: টালমাটাল পরিস্থিতিতে দল, তড়িঘড়ি কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠক ডাকল শীর্ষ নেতৃত্ব]

কোভিড রুখতে টিকাকরণকেই প্রধান অস্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট ৯৪ কোটি ৭০ লক্ষেরও বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। কেন্দ্রের টার্গেট নবরাত্রি শেষ হওয়ার আগেই ১০০ কোটি মানুষকে টিকার আওতায় আনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement