shono
Advertisement

Coronavirus: একধাক্কায় অনেকটা বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে কেরল

বাড়ছে অ্যাকটিভ কেস, চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ!
Posted: 09:59 AM Sep 02, 2021Updated: 09:59 AM Sep 02, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ফের একলাফে অনেকটা বাড়ল দৈনিক করোনা (Covid-19) আক্রান্তের সংখ্যা। এবং আরও একবার এর সিংহভাগের জন্য দায়ী কেরল। দেশের দৈনিক মৃতের সংখ্যার সিংহভাগই ঈশ্বরের আপন দেশের। কেরলে লাগাতার সংক্রমণ বাড়ার ফলে গোটা দেশেও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে কোভিড গ্রাফ।

Advertisement

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ হাজার ৯২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লক্ষ ৫৭ হাজার ৯৩৭ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ৫২৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০৯ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটাই বেশি।

[আরও পড়ুন: ছেলে ও মেয়েদের একসঙ্গে পড়াশোনা বন্ধ হোক! এবার তালিবানি কায়দায় ‘ফতোয়া’ ভারতেও]

চিন্তার বিষয় হল, দেশের মোট আক্রান্তের এই সংখ্যার প্রায় ৭০ শতাংশ কেরলের। সেরাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮০৩ জন। মৃত্যু হয়েছে ১৭৩ জনের। ঈশ্বরের আপন দেশের এই করোনা গ্রাফ তৃতীয় ঢেউয়ের আশঙ্কা জাগাচ্ছে।

[আরও পড়ুন: Syed Ali Shah Geelani: প্রয়াত কাশ্মীরের পাকপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি]

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৫ হাজার ১৮১ জন। এই সংখ্যাটা দৈনিক আক্রান্তের থেকে অনেক কম। ফলে এক ধাক্কায় অনেকটা বেড়েছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৯ হাজার ৫৮৩ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ২০ লক্ষ ২৮ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৬৬ কোটি ৩০ লক্ষ মানুষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement