সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার নতুন স্ট্রেনে নিয়ে বাড়তি আতঙ্কের কোনও কারণ নেই। নতুন স্ট্রেনের হানা মানেই যে ভারতে করোনার তৃতীয় ঢেউ এদেশে হানা দেবে, এটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই বলেই মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। WHO’র দক্ষিণ পূর্ব এশিয়ার ডিরেক্টর পুণম ক্ষেত্রপাল বলছেন, নতুন স্ট্রেনের আগমনে অনিশ্চয়তা বাড়ল বটে, তবে তৃতীয় ঢেউ নিয়ে বাড়তি আতঙ্কের কারণ নেই। এদিকে ওমিক্রন নিয়ে আতঙ্কের মধ্যেই দেশের দৈনিক করোনা পরিসংখ্যানে আরও স্বস্তি মিলেছে।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৭৭৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় খানিকটা কম। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩০৬ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে খানিকটা কম। দেশে এই মুহূর্তে মৃত্যুহার ১.৩৭ শতাংশ। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৫ হাজার ৪৩৪ জন।
[আরও পড়ুন: করোনা নিয়ে সতর্ক করে ১০ রাজ্যকে চিঠি কেন্দ্রের, কলকাতার পরিস্থিতি নিয়ে উদ্বেগ]
স্বস্তি দিয়ে এদিন আরও কমেছে করোনার অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৯২ হাজার ২৮২ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ২২ হাজার ৭৯৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৪৬৪ জন। এখনও পর্যন্ত দেশে ৩৩ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এদের মধ্যে বেশ ইতিমধ্যেই বেশ কয়েকজন সুস্থ।
[আরও পড়ুন: বিএসএফের কাজের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতা, কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পাঞ্জাব সরকার]
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৩২ কোটি ৯৩ লক্ষ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন পেয়েছেন ৮৯ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১১ লক্ষের ৮৯ হাজার ৪৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।