shono
Advertisement

Coronavirus: দেশে একদিনে অনেকটা বাড়ল করোনায় মৃতের সংখ্যা, দ্রুত সুস্থ হচ্ছেন ওমিক্রন আক্রান্তরা

রাজস্থানের ৭ ওমিক্রন আক্রান্তের করোনা রিপোর্ট নেগেটিভ।
Posted: 10:18 AM Dec 10, 2021Updated: 10:18 AM Dec 10, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওমিক্রন আতঙ্কের মধ্যেই দেশে একদিনে অনেকটা বাড়ল করোনায় মৃতের সংখ্যা। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়ল প্রায় চারগুণ। একদিনে এভাবে মৃতের সংখ্যা বৃদ্ধি রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের। তবে, উলটোদিকে মিলেছে স্বস্তিও। একে একে সুস্থ হচ্ছেন ওমিক্রন (Omicron) আক্রান্তরা। বৃহস্পতিবার রাতেই সুস্থ হয়েছিলেন মহারাষ্ট্রের প্রথম ওমিক্রন আক্রান্ত। গতকাল রাতে রাজস্থানের সাত ওমিক্রন আক্রান্তের করোনা রিপোর্টই নেগেটিভ এসেছে।

Advertisement

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৫০৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় খানিকটা কম। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৬২৪ জন। এই সংখ্যাটাও আগের দিনের প্রায় চারগুণ। দেশে এই মুহূর্তে মৃত্যুহার ১.৩৭ শতাংশ। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৪ হাজার ৭৩৫ জন।

[আরও পড়ুন: ওমিক্রন রুখতে করোনা পরীক্ষায় জোর, রাজ্যগুলিকে জীবনদায়ী ওষুধ মজুতের পরামর্শ ICMR-এর]

উদ্বেগ বাড়িয়ে এদিনও বেড়েছে করোনার অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৯৪ হাজার ৯৪৩ জন। তবে, ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৫০ হাজার ৬৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৬৭৮ জন।

[আরও পড়ুন: যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর, শুধু বিমানে নয়, এবার ট্রেনেও থাকবেন রেলসেবিকা]

করোনার বিরুদ্ধে লড়তে হাতিয়ার করা হয়েছে টিকাকরণকেই। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৩১ কোটি ১৮ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৮৪ লক্ষের বেশি। এদিকে, আগের মতোই চলছে করোনা পরীক্ষা। গত ২৪ ঘন্টাতেই করোনা পরীক্ষা হয়েছে ১২ লখ ৯৩ হাজার মানুষের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement