লাফিয়ে বাড়ছে সুস্থতার হার, ২৪ ঘণ্টায় ফের আক্রান্তের চেয়ে বেশি করোনাজয়ীর সংখ্যা

08:47 PM Aug 25, 2020 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বেশ কয়েকদিন ধরে রোজই রাজ্যে সংক্রমিতের সংখ্যা ছাড়াচ্ছিল ৩ হাজারের গণ্ডি। তবে গতকাল ও আজ ছবিটা অনেকটাই ইতিবাচক। টেস্টের সংখ্যা বৃদ্ধি পেলেও তুলনায় অনেকটাই কম সংক্রমণ। লাফিয়ে বাড়ছে সুস্থতার হারও। সোমবারের পর মঙ্গলবারও রাজ্যের পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে বঙ্গবাসীকে। 

Advertisement

মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৬৪ জন। যার মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত ৫৪১ জন। আবারও কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৫৯০ জন। তালিকায় এরপরই রয়েছে পশ্চিম মেদিনীপুর। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৯৫ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। ফলে বর্তমানে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লক্ষ ৪৪ হাজার ৮০১। তবে এর মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে অ্যাকটিভ কেস ২৭ হাজার ৩৪৯। এদিকে, এখনও এই মারণ ভাইরাস প্রাণ কেড়ে চলেছে রাজ্যবাসীর। একদিনে রাজ্যে করোনার বলি ৫৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ২,৯০৯ জন।

[আরও পড়ুন: সামান্য বৃষ্টিতেই জলের নিচে বিষ্ণুপুরের রাস্তা, মেরামতির দাবিতে বিক্ষোভ স্থানীয়দের]

তবে সংক্রমণের সার্বিক চেহারাটা এখনও উদ্বেগজনক হলেও এর মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গতকালের তুলনায় অনেকখানি বাড়ল সুস্থতার হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, বর্তমানে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৭৯.১০ শতাংশ মানুষ। গত ২৪ ঘণ্টাতে মারণ ভাইরাস থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ২৫১ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৬২৮ ও ৭৮০ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা জয়ী ১ লক্ষ ১৪ হাজার ৫৫৩ জন।

করোনা রোগীকে চিহ্নিত করতে লকডাউন করার পাশাপাশি ট্র্যাকিং, ট্রেসিং এবং টেস্টিংয়ে জোর দিয়েছে প্রশাসন। কলকাতায় বাড়ি বাড়ি গিয়েও শুরু হয়েছে কোভিড টেস্ট। বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫২৪টি নমুনা টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ১৬ লক্ষ ৩৪ হাজার ১০২টি স্যাম্পেল টেস্ট হয়েছে।

[আরও পড়ুন: দীর্ঘদিন ভরতি থেকেও ভাঙা পায়ের চিকিৎসা পাননি HIV পজিটিভ রোগী, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

The post লাফিয়ে বাড়ছে সুস্থতার হার, ২৪ ঘণ্টায় ফের আক্রান্তের চেয়ে বেশি করোনাজয়ীর সংখ্যা appeared first on Sangbad Pratidin.

Advertisement