shono
Advertisement
Hazratullah Zazai

আচমকা মৃত্যু দুই বছরের মেয়ের, শোকে বিহ্বল আফগান ক্রিকেটার

আফগান ক্রিকেটারের কন্যার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন সতীর্থ করিম জানাত।
Published By: Arpan DasPosted: 02:04 PM Mar 14, 2025Updated: 02:04 PM Mar 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোকের ছায়া আফগান ক্রিকেটে। সন্তানহারা হলেন আফগানিস্তানের ক্রিকেটার হজরতুল্লা জাজাই। তাঁর দুবছরের কন্যার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন সতীর্থ করিম জানাত। মর্মান্তিক ঘটনার কথা ছড়িয়ে পড়তেই বহু মানুষ সমবেদনা জানাচ্ছেন জাজাই ও তাঁর পরিবারকে।

Advertisement

সোশাল মিডিয়ায় জানাত লিখেছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় বন্ধু হজরতুল্লা জাজাইয়ের শিশু কন্যার মৃত্যু ঘটেছে। এই দুঃসময়ে জাজাই ও তাঁর পরিবারের জন্য আমার হৃদয় কষ্টে ভারী হয়ে যাচ্ছে। দয়া করে সকলে ওদের জন্য প্রার্থনা করুন। জাজাই ও তাঁর পরিবারের জন্য আমার সমবেদনা রইল।'

তবে কীভাবে জাজাইয়ের শিশুকন্যার মৃত্যু ঘটেছে সেটা জানা যায়নি। জাজাই নিজেও বিষয়টা জানাননি। জানাতের পোস্টের মাধ্যমে দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই বহু মানুষ সমবেদনা জানাচ্ছেন। দুঃসময়ে অসংখ্য মানুষ তাঁর পাশে দাঁড়াচ্ছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না জাজাই। ২০১৬ সালে অভিষেক হয় তাঁর। দেশের হয়ে ১৬টি ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২৬ বছর বয়সি ক্রিকেটার নিজের কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন। ২০১৯ সালের সেই ম্যাচে মাত্র ৬২ বলে ১৬২ রান করেছিলেন তিনি। যা টি-টোয়েন্টিতে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শোকের ছায়া আফগান ক্রিকেটে। সন্তানহারা হলেন আফগানিস্তানের ক্রিকেটার হজরতুল্লা জাজাই।
  • তাঁর দুবছরের কন্যার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন সতীর্থ করিম জানাত।
  • মর্মান্তিক ঘটনার কথা ছড়িয়ে পড়তেই বহু মানুষ সমবেদনা জানাচ্ছেন জাজাই ও তাঁর পরিবারকে।
Advertisement