সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল মানেই ইডেন গার্ডেন্সে বেগুনি ঝড়। তিনবারের আইপিএল জয়ী দল কলকাতার মাঠে নামলেই উদ্বেল হয়ে ওঠেন ভক্তরা। কিন্তু এবার শুধু ইডেনে নয়, দেশের আরও এক রাজ্যের হতে চলেছে নাইটদের 'হোম গ্রাউন্ড'। জানা যাচ্ছে, আগামী বছর ত্রিপুরায় নিজেদের দ্বিতীয় ঘরের মাঠে নামতে পারেন রিঙ্কুরা।
সদ্য আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে ৬জন ক্রিকেটারকে ধরে রেখেছে শাহরুখ খানের দল। আইপিএল নিলামের দিনক্ষণ অবশ্য এখনও ঘোষিত হয়নি। এর মধ্যেই ইডেন ছাড়া আরও একটি মাঠে নাইটদের নামার জল্পনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, ত্রিপুরার নরসিংগড়ে নির্মীয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও নামতে পারে কেকেআর।
২০১৭ সালে এই স্টেডিয়ামটি তৈরির কাজ শুরু হয়। যার বাজেট মোটামুটি ১৮৫ কোটি। এখনও তার কাজ শেষ না হলেও আশা করা যাচ্ছে, আগামী বছরের আইপিএলের আগে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে স্টেডিয়ামটি। সেক্ষেত্রে ত্রিপুরার স্টেডিয়ামেও দেখা যেতে পারে 'মাসেল রাসেল'-এর দাপট।
এই বিষয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুব্রত দে পিটিআই-কে জানান, "আইপিএল চেয়ারম্যান অরুণ কুমার ধুমাল সম্প্রতি আমাদের এখানে এসেছিলেন। তিনি জানিয়েছেন যদি ২০২৫-র ফেব্রুয়ারির মধ্যে যদি স্টেডিয়ামের কাজ শেষ হয়ে যায়, তাহলে এটা কেকেআরের দ্বিতীয় ঘরের মাঠ হতে পারে। নতুবা অন্য কোনও রাজ্য সুবিধা পাবে।"
তাঁর সংযোজন, "আইপিএলের ম্যাচ আয়োজন করার সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের কাছে। আমরা চেষ্টা করছি যাতে ২০২৫-র ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করা যায়। আশা করছি, তাহলে কেকেআরের অন্তত দুটি ম্যাচ আয়োজন করতে পারব।" তবে এর আগেও অন্য রাজ্যে কেকেআরের ম্যাচ হয়েছে। যেমন গত আইপিএলে অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে নাইটদের ম্যাচের আয়োজন করা হয়েছিল। এর আগে কটকের বরাবাটি স্টেডিয়ামেও ম্যাচ খেলেছে নাইটরা।