সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ট্রফিজয়ের সামনে বারবার কাঁটা হয়ে দাঁড়ান ট্র্যাভিস হেড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হোক বা বিশ্বকাপ ফাইনাল, বারবা দুরন্ত ইনিংস খেলে ভারতের স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছেন এই অজি ব্যাটার। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিরুদ্ধে রান করা যেন তাঁর কাছে জলভাত। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে তাঁর ব্যাট থেকে নাকি হাফসেঞ্চুরিও আসবে না! এক অঙ্কের রানেও আউট হয়ে যেতে পারেন হেড। এমনটাই দাবি করলেন সুমিত বাজাজ নামে এক জ্যোতিষী।
মঙ্গলবার সেমিফাইনাল খেলতে নামছে ভারত-অস্ট্রেলিয়া। ওই মেগাম্যাচ নিয়ে এক্স হ্যান্ডেলে একগুচ্ছ ভবিষ্যদ্বাণী করেছেন সুমিত বাজাজ। তাঁর মতে, ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে ৪৯ রানের গণ্ডি পেরতে পারবেন না হেড। ৫ বা ২৩ রান করে আউট হয়ে যেতে পারেন অজি ওপেনার। ওই জ্যোতিষী আরও বলেছেন, সেমিফাইনালে হাফসেঞ্চুরি পেরতে পারেন বিরাট কোহলি। ৭৭ রান পর্যন্ত আসতে পারে তাঁর ব্যাট থেকে। ভালো খেলবেন শুভমান গিল। ভারত আগে ব্যাট করলে রোহিত শর্মার ব্যাট থেকে ঝোড়ো ইনিংস আসবে বলেই ভবিষ্যদ্বাণী সুমিতের।
চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচেও টস জিততে পারেননি রোহিত। কিন্তু সেমিফাইনালে ভারত অধিনায়ক টস জিতবেন বলে মত সুমিতের। প্রথম ইনিংসে কোন ডেলিভারিগুলো গুরুত্বপূর্ণ হতে পারে, তারও বিস্তারিত একটি তালিকা দিয়েছেন তিনি। কিন্তু শেষ হাসি কে হাসবে, সেই নিয়ে চুপ সুমিত। উল্লেখ্য, ভারত-পাক ম্যাচের আগে সুমিত জানিয়েছিলেন, জিতবে ভারতই। কিন্তু অজিদের নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করেননি তিনি।
এক্স হ্যান্ডেলের বায়ো অনুযায়ী, ২১ বছর ধরে জ্যোতিষী হিসাবে কাজ করছেন কলকাতার সুমিত। বিজেপির জয়, আদানির ধাক্কা, শেয়ার বাজারে পতনের মতো একাধিক ঘটনায় তাঁর ভবিষ্যদ্বাণী সফল হয়েছে বলে লিখেছেন সুমিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচেও তাঁর ভবিষ্যদ্বাণী সফল। এবারে ট্র্যাভিস হেডকে নিয়েও কি সফল ভবিষ্যদ্বাণী করতে পারলেন এই জ্যোতিষী?