shono
Advertisement
Super Over

এ কেমন সুপার ওভার! আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আজব কাণ্ডে তাজ্জব ক্রিকেট দুনিয়া

কারা গড়ল 'আজব' নজির?
Published By: Arpan DasPosted: 05:13 PM Mar 15, 2025Updated: 05:16 PM Mar 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টিতে সুপার ওভার শুরু হয়েছে ১৬ বছর হল। কিন্তু এই প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে সুপার ওভারে প্রথমে ব্যাট করে শূন্য রানে আউট হল কোনও দল। বাহরিন বনাম হংকংয়ের ম্যাচে এমন ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। সেখানে সুপার ওভারে শূন্য রানে আউট হল কোন দল?

Advertisement

মালয়েশিয়ার কুয়ালা লামপুরে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সেখানে মুখোমুখি হয়েছিল হংকং ও বাহরিন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হংকং। ৭ উইকেটে ১২৯ রানে গুঁটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে শুরুটা খারাপ করেনি বাহরিন। প্রথম চার ওভারেই ৩০ রান করে তারা। কিন্তু তারপরই উইকেট পতন শুরু হয়। ৬৭ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাহরিন।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। দুটি ২ রান ও দুটি ১ রানের পর পঞ্চম বলে ছক্কা হাঁকিয়েও সামাল দিতে পারেননি অধিনায়ক আহমেদ বিন নাসির। শেষ বলে আউট হয়ে যান তিনি। দুদলের রান সমান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সেখানে ব্যাট করতে আসে বাহরিন। কিন্তু পর পর দুই বলে বাহরিনের দুই ব্যাটার আউট হয়ে যান। তখনও স্কোরবোর্ডে কোনও রান তুলতে পারেনি তারা। এই প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে সুপার ওভারে প্রথমে ব্যাট করে কোনও দল রানই করতে পারল না। জবাবে তিন বলেই প্রয়োজনীয় এক রান তুলে নেয় হংকং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টি-টোয়েন্টিতে সুপার ওভার শুরু হয়েছে ১৬ বছর হল।
  • কিন্তু এই প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে সুপার ওভারে প্রথমে ব্যাট করে শূন্য রানে আউট হল কোনও দল।
  • বাহরিন বনাম হংকংয়ের ম্যাচে এমন ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া।
Advertisement