shono
Advertisement
Bangladesh

বিশ্বকাপের আগে দুঃসময় বাংলাদেশের ক্রিকেটে, আমেরিকার কাছেও হারতে হল সিরিজ

১৯.৩ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশ।
Published By: Krishanu MazumderPosted: 12:26 PM May 24, 2024Updated: 12:28 PM May 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও হার মানল তারা। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হারের পরে অনেকেই বলেছিলেন, এটা অঘটন। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও হারের পরে কী বলবেন বিশেষজ্ঞরা?
টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম স্থানে। যুক্তরাষ্ট্র ১৯-তম। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে দুটি দলই। 

Advertisement

[আরও পড়ুন: ‘১০০০ গুণ চাপ আর রাজনীতি’, ল্যাঙ্গারকে ভারতীয় দলের কোচ না হওয়ার পরামর্শ রাহুলের


দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে মার্কিন যুক্তরাষ্ট্র তুলেছিল ৬ উইকেটে ১৪৪ রান। জবাবে রান তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ১৩৮ রানে শেষ হয়ে যায় বাংলাদেশ। ৬ রানে ম্যাচ জেতে মার্কিন যুক্তরাষ্ট্র। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিলেও যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল কিন্তু সিরিজের তিনটি ম্যাচই জিততে চান। সবকটি ম্যাচ জিতে বিশ্বকাপে নামলে সেটাই অনুপ্রেরণা হবে তাঁদের কাছে।
বিশ্বকাপের আগে বাংলাদেশের এই হার নিয়ে কিন্তু চিন্তিত ভক্ত-সমর্থকরা। এর ধাক্কা কি বিশ্বকাপে সামলানো যাবে?
পাওয়ারপ্লে ও বাংলাদেশের ইনিংসের শেষ পাঁচ ওভারে দুর্দান্ত বোলিং করেন যুক্তরাষ্ট্রের বোলাররা। শেষ পাঁচ ওভারে বাংলাদেশের জেতার জন্য দরকার ছিল ৩৮ রান। তাদের হাতে ছিল ৫ উইকেট।


১৬.৫ ওভারেও ক্রিজে ছিলেন শাকিব আল হাসান ও জাকের আলি। তখন বাংলাদেশের জেতার জন্য দরকার ছিল ১৯ বলে ২১ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে এই রান তোলা কঠিন নয়। শাকিব ৩০ রানে ফেরেন। বাকিরা আর দাঁড়াতেই পারলেন না। এলেন আর গেলেন। বাংলাদেশও থেমে গেল ১৩৮ রানে।

[আরও পড়ুন: মেন্টর নয়, অবসর নিলে সিএসকে কোচই করতে হবে ধোনিকে, দাবি চেন্নাই জনতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও হার মানল তারা।
  • এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিল মার্কিন যুক্তরাষ্ট্র।
Advertisement