সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলে কবে কামব্যাক করবেন মহম্মদ শামি? এ জল্পনা যেন আরও দীর্ঘায়িত হল। কারণ সোমবার বিসিসিআই জানিয়ে দিল, চলতি বর্ডার গাভাসকর সিরিজে ফেরা হচ্ছে না ভারতীয় পেসারের। চোট সারলেও সম্পূর্ণ ম্যাচ ফিট হতে আরও সময় লাগবে তাঁর।
শামি শেষবার ভারতের হয়ে খেলেছেন গতবছর ওয়ানডে বিশ্বকাপে। এরপর চোট সারাতে হওয়া অস্ত্রোপচারের ধাক্কা সামলে উঠে বাংলার হয়ে রনজি ট্রফি খেলেন শামি। সেখানে ভালো বল করার পর থেকেই তাঁর অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত সেই ডাক আসেনি। ফলে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খেলার পর ফের এনসিএ-তে ফেরেন শামি। আপাতত রিহ্যাব করছেন তারকা পেসার। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় সাংবাদিক বৈঠকে অধিনায়ক রোহিত শর্মার দিকে বারবার উড়ে এসেছে একটি প্রশ্ন। কবে দলে ফিরবেন শামি? রোহিত জানিয়েছিলেন, শামির ফিটনেস নিয়ে ২০০ শতাংশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে খেলানো হবে না। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিল, সিরিজের বাকি দুই ম্যাচে শামির ভারতীয় শিবিরে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই।
এদিন বিজ্ঞপ্তি দিয়ে বিসিসিআই জানায়, বোর্ডের মেডিক্যাল টিম শামির উপর কড়া নজর রাখছে। রিহ্যাবে গোড়ালির চোটের সমস্যা সম্পূর্ণ কাটিয়ে উঠেছেন তিনি। টেস্ট ম্যাচের জন্য তাঁকে প্রস্তুত করার কাজও শুরু হয়েছিল। কিন্তু অতিরিক্ত বোলিংয়ের চাপে বাঁ হাঁটুতে সামান্য সমস্যা হচ্ছে তাঁর। সেটা ঠিক হতে আরও খানিকটা সময় লাগবে। তাই আগামী দুটি টেস্টের জন্য তাঁকে পুরোপুরি ফিটও বলা যাবে না। মেডিক্যাল টিমের তত্ত্বাবধানেই আপাতত থাকবেন তিনি। পাঁচদিনের ক্রিকেটে যাতে যথেষ্ট পরিমাণ বল করতে পারেন শামি, সেদিকেই জোর দেওয়া হবে। তিনি কতখানি ফিট থাকেন, তার উপরই নির্ভর করবে তাঁর বিজয় হাজারে ট্রফিতে খেলাও।