shono
Advertisement

Breaking News

Jasprit Bumrah

'হেডের শাসনে বুমরাহও সাদামাটা বোলার', মেলবোর্ন টেস্টের আগে 'মাইন্ড গেম' চালু গুরু গ্রেগের!

কিছুদিন আগেই বুমরাহর প্রশংসায় মুখর হয়েছিলেন গ্রেগ চ্যাপেল। কিন্তু বক্সিং ডে টেস্টের উত্তেজনা বাড়তেই হেডকে মাথায় তুলে রাখছেন।
Published By: Arpan DasPosted: 10:19 AM Dec 25, 2024Updated: 10:19 AM Dec 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই কদিন আগেই তিনি বুমরাহর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। কিন্তু বক্সিং ডে টেস্টের আগেই গ্রেগ চ্যাপেলের মনে হচ্ছে, ট্র্যাভিস হেডের কাছে বুমরাহ একেবারেই সাদামাটা। ভারতীয় পেসার কোনও ভয়ই ধরাতে পারেনি হেডের ব্যাটিংয়ে।

Advertisement

চলতি সিরিজে ৫ ইনিংস মিলিয়ে ৪০৯ রান হয়ে গিয়েছে হেডের। অন্যদিকে বুমরাহর উইকেট সংখ্যা ২১। অজি ব্যাটার ভারতের বাকি বোলারদের জন্য মাথাব্যথা হয়ে উঠলেও বুমরাহর বলে আউট হয়েছেন দুবার। তবু গুরু গ্রেগ বলছেন, "বাকি ব্যাটাররা বুমরাহর অপ্রচলিত অ্যাকশন, গতি ও নিখুঁত বলের সামনে হিমশিম খায়। সেখানে হেড বুমরাহকে আর পাঁচজন বোলারের থেকে আলাদা কিছু ভাবে না। বুমরাহকে ছন্দহীন করে দেয় ও। ক্রমাগত রান তুলে বুমরাহকে নিয়ে সব ভয় উড়িয়ে দিয়েছে হেড।"

রাত পোহালেই মেলবোর্ন টেস্ট। তার আগে কি 'মাইন্ড গেম' শুরু করে দিলেন গুরু গ্রেগ? অজি ব্যাটারের গুণপনায় মুখরিত হয়ে তাঁর বক্তব্য, "খাটো বলকে হেড যেভাবে শাসন করে কিংবা ফুল লেংথ বলকে ড্রাইভ করে, তা এককথায় অনবদ্য। মাঠের সবদিকে রান তুলতে পারে।" এমনকী এখন থেকেই হেডকে অস্ট্রেলিয়ার পরবর্তী অধিনায়ক হিসেবে তুলে ধরছেন ভারতের প্রাক্তন কোচ।

এমনিতে গুরু গ্রেগের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কীরকম, সেটা সবাই জানে। সে তো আজ নয়, সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে। যদিও কিছুদিন আগে তিনি বলেছিলেন, "স্মার্ট ক্রিকেটার বলতে যা বোঝায়, জশপ্রীত বুমরাহ ঠিক তাই। ও খেলাটা বোঝে।" কিন্তু বক্সিং ডে টেস্টের উত্তেজনা বাড়তেই হেডকে মাথায় তুলে রাখলেন গুরু গ্রেগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই কদিন আগেই তিনি বুমরাহর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন।
  • কিন্তু বক্সিং ডে টেস্টের আগেই গ্রেগ চ্যাপেলের মনে হচ্ছে, ট্র্যাভিস হেডের কাছে বুমরাহ একেবারেই সাদামাটা।
  • ভারতীয় পেসারের কোনও ভয়ই ধরাতে পারেনি হেডের ব্যাটিংয়ে।
Advertisement