shono
Advertisement

Breaking News

WTC Championship

ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত, অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের দিকে পা বুমরাহদের

নিউজিল্যান্ডের কাছে চুনকামের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হারিয়েছিল ভারত।
Published By: Arpan DasPosted: 03:24 PM Nov 25, 2024Updated: 03:28 PM Nov 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকামের পর বর্ডার গাভাসকর ট্রফিতে কামব্যাক। পারথ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ হারিয়ে সিরিজে এগিয়ে গেল বুমরাহর টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ফিরে পেল হারানো সিংহাসন। ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে পৌঁছে গেল ভারত।

Advertisement

পরপর দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে ভারত। একটা সময়ে তৃতীয়বার ফাইনাল খেলার দৌড়েও প্রবলভাবে এগিয়ে ছিল মেন ইন ব্লু। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে WTC ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলবে, এমনটাই অনুমান ছিল। কিন্তু যাবতীয় হিসাব উলটে যায় কিউয়িদের বিরুদ্ধে। ঘরের মাঠে ২৪ বছর পরে চুনকাম হয়েছিল ভারত। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছিল রোহিতদের।

তার পর থেকে প্রশ্ন উঠছিল, আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কি আদৌ খেলতে পারবে ভারত? কিন্তু যাবতীয় সংশয় উড়িয়ে দিল গম্ভীর ব্রিগেড। দ্বিতীয় ইনিংসে কোহলি-যশস্বীর সেঞ্চুরি আর বুমরাহর আগুনে বোলিংয়ে পাত্তাই পেল না অস্ট্রেলিয়া। এক ঢিলে দুই পাখি মারল ভারত। বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে জয়ের সঙ্গে সঙ্গে অজিদের সরিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে গেল টিম ইন্ডিয়া।

এই মুহূর্তে ভারতের পয়েন্ট শতাংশ ৬১.১১। WTC ফাইনালের আগে কোহলিদের হাতে শুধু অজি সিরিজের বাকি চারটি টেস্ট আছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৫৭.৬৯। তাদের হাতে অবশ্য ভারতের সঙ্গে টেস্ট বাদেও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট রয়েছে। আবার শ্রীলঙ্কাও ৫৫.৬৯ পয়েন্ট শতাংশ নিয়ে WTC ফাইনালের প্রবল দাবিদার। ফলে পারথ টেস্ট জিতে ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেল ভারত। অন্যদিকে চাপ বাড়ল অজিদের উপর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকামের পর বর্ডার গাভাসকর ট্রফিতে কামব্যাক।
  • পারথ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ হারিয়ে সিরিজে এগিয়ে গেল বুমরাহর টিম ইন্ডিয়া।
  • সেই সঙ্গে ফিরে পেল হারানো সিংহাসন। ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে পৌঁছে গেল ভারত।
Advertisement