shono
Advertisement
Border Gavaskar Trophy

প্রসিদ্ধ-সিরাজদের বিক্রমে ধরাশায়ী অস্ট্রেলিয়া, সিডনিতে প্রথম ইনিংসে লিড ভারতের

সিডনি টেস্টে পালটা আঘাত ভারতের বোলারদের।
Published By: Arpan DasPosted: 09:34 AM Jan 04, 2025Updated: 10:08 AM Jan 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিডনি টেস্টে পালটা দিলেন ভারতের বোলাররা। প্রথম দিনে টিম ইন্ডিয়ার ইনিংস গুঁটিয়ে যায় মাত্র ১৮৫ রানে। দিনের শেষে বলে খোয়াজাকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরাহ। দ্বিতীয় দিনেও দাপট জারি রাখলেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ার ইনিংসকে তারা থামিয়ে দিলেন মাত্র ১৮১ রানে। বুমরাহ, নীতীশ কুমার রেড্ডিরা পেলেন দুটি করে উইকেট। তিনটি করে উইকেট পেলেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। গুরুত্বপূর্ণ ৪ রানের লিড পেল ভারত। 

Advertisement

বর্ডার গাভাসকর ট্রফিতে সমতা ফেরাতে হলে এই টেস্টে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। যেখানে রোহিত শর্মার বদলে পারথ টেস্টের পর ফের নেতৃত্বে এসেছেন বুমরাহ। আর সিডনির সবুজ গালিচায় দ্বিতীয় দিনে অজি ব্যাটারদের রীতিমতো নাকানিচোবানি খাওয়ালেন ভারতের বোলাররা। শুরুটা করেন ভারতের অধিনায়কই। অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে যখন মাত্র ১৫ রান, তখন লাবুশেনকে ফিরিয়ে দেন বুমরাহ। কিছুক্ষণের মধ্যে সিরাজ ফিরিয়ে দেন স্যাম কনস্টাস। তরুণ অজি ব্যাটার প্রথম দিনের শেষে বুমরাহর সঙ্গে ঝামেলা পাকিয়েছিলেন। মুখ চললেও এদিন ব্যাট চলল না। ট্র্যাভিস হেডকে ও আউট করেন সিরাজ। চলতি সিরিজে একাধিকবার ভারতের মাথাব্যথা হয়ে উঠেছেন হেড। কিন্তু সিরাজের সামনে এদিন মাথা তুলতে পারলেন না হেড। ফিরে গেলেন মাত্র ৪ রানে।

সেখান থেকে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন স্টিভ স্মিথ। ব্যক্তিগত ৩৩ রানের মাথায় তাঁকে ফেরান প্রসিদ্ধ। চলতি সিরিজে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত ভারতীয় পেসারের। অ্যালেক্স ক্যারিকেও আউট করেন তিনি। বল হাতে কম গেলেন না নীতীশ কুমার রেড্ডিও। প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের উইকেট তুলে নিয়ে নীচের সারির কোমর ভাঙলেন নীতীশ। তার মধ্যেও লড়াই চালাচ্ছিলেন ওয়েবস্টার। হাফসেঞ্চুরিও করেন তিনি। প্রসিদ্ধের বলে ক্যাচ জমা দিয়ে ফিরে গেলেন ওয়েবস্টার। তারপরও মনে হচ্ছিল, অস্ট্রেলিয়া অল্প রানের লিড নিতে পারে। অজিদের সেই আশায় জল ঢাললেন সিরাজ। দুরন্ত ইন সুইংয়ে স্কট বোলান্ডের উইকেট ছিটকে দিয়ে ভারতকে ৪ রানের লিড এনে দেন তিনি। তবে দুশ্চিন্তাও আছে। চোটের জন্য মাঠ ছাড়তে হল বুমরাহকে। যদিও তাঁকে ছাড়াই কাজের কাজটি করে দিলেন ভারতের বোলাররা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিডনি টেস্টে পালটা দিলেন ভারতের বোলাররা। প্রথম দিনে টিম ইন্ডিয়ার ইনিংস গুঁটিয়ে যায় মাত্র ১৮৫ রানে।
  • দিনের শেষে বলে খোয়াজাকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরাহ।
  • দ্বিতীয় দিনেও দাপট জারি রাখলেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ার ইনিংসকে তারা থামিয়ে দিলেন মাত্র ১৮১ রানে।
Advertisement