সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের কঠিন পরীক্ষায় বসতে চলেছে ভারতীয় দল। ঘরের মাঠে ০-৩ হারের পর প্রবল সমালোচনার মুখে পড়েছেন বিরাট কোহলিরা। বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) ৪-০ জিততে না পারলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে পারবে না টিম ইন্ডিয়া। তবে এত চাপ থাকলেও সেগুলো উপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন কপিল দেব (Kapil Dev)। অজিভূমে সিরিজ শুরুর আগে বিশ্বকাপজয়ী অধিনায়কের বার্তা, বাইরের কথায় বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই।
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। পারথে প্রথম টেস্ট খেলবে দুই দল। তবে তার আগে বেশ চাপে রয়েছে ভারত। বাবা হওয়ার পরে প্রথম টেস্টে হয়তো খেলবেন না রোহিত শর্মা। আঙুলে চোট পেয়ে কার্যত ছিটকে গিয়েছেন শুভমান গিলও। দুই তারকাকে ছাড়াই পারথের আগুনে পিচে কামিন্স-স্টার্কদের সামলাতে হবে। সেই সঙ্গে রিকি পন্টিংয়ের মতো প্রাক্তন অজি তারকারা লাগাতার বাক্যবাণ ছুড়ছেন টিম ইন্ডিয়ার দিকে। সবমিলিয়ে প্রথম টেস্টের আগে ভারতীয় শিবিরের অবস্থা বেশ খারাপ।
তবে মাঠের বাইরের যাবতীয় চর্চা-জল্পনাকে পাত্তা দিতে বারণ করছেন কপিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, "আমাদের টিমের জন্য অনেক শুভেচ্ছা রইল। খুব বেশি কিছু শুনতে যেও না। মাঠে নেমে নিজেদের খেলাটা খেলো। যে ভালো খেলবে সেই জিতবে। বাড়তি চাপ নেওয়ার কোনও দরকার নেই।" কপিলের মতে, চাপ না নিয়ে রিল্যাক্স থাকতে হবে বিরাটদের। তবেই ভয়ডরহীনভাবে স্বাভাবিক ক্রিকেট খেলতে পারবে টিম ইন্ডিয়া।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে অপ্টাস স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু করবেন বিরাট কোহলিরা। এই মাঠেই শুক্রবার থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। সম্ভবত জশপ্রীত বুমরাহর নেতৃত্বে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তার আগে কপিলের পেপটক কি বাড়তি অক্সিজেন যোগাবে ভারতীয় শিবিরে?