shono
Advertisement
Border Gavaskar Trophy

'ভারতই সিরিজ জিতবে', নিলামের ফাঁকেও বুমরাহ-কোহলিদের উপর বাজি সৌরভের

অ্যাডিলেডে পিঙ্ক টেস্টের জন্য কী পরামর্শ সৌরভের?
Published By: Arpan DasPosted: 06:31 PM Nov 25, 2024Updated: 07:09 PM Nov 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এর আগে দুবারই জিতেছিল টিম ইন্ডিয়া। পারথ টেস্ট (Border Gavaskar Trophy) জিতে হ্যাটট্রিকের লক্ষ্যে এক ধাপ এগিয়ে রইলেন জশপ্রীত বুমরাহরা। নিউজিল্যান্ড সিরিজের চুনকামের আতঙ্ক উড়িয়ে রাজকীয় কামব্যাক ঘটেছে ভারতের। আইপিএলের মহা নিলামের (IPL Auction 2025) মাঝে সেদিকেও নজর ছিল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। জানিয়ে দিলেন, এবারও ভারতই সিরিজ জিতবে।

Advertisement

সৌদি আরবের জেড্ডায় বসেছে মহা নিলামের আসর। দিল্লি ক্যাপিটালসের নিলাম টেবিলে চলছে সৌরভের মগজাস্ত্র। তাঁর মধ্যেও তিনি প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতীয় ক্রিকেটারদের লড়াই নিয়ে। দ্বিতীয় ইনিংসে কোহলি-যশস্বীর সেঞ্চুরি আর বুমরাহর আগুনে বোলিংয়ে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। ঝোড়ো অথচ দায়িত্ববান ইনিংসে নজর কেড়েছেন নীতীশকুমার রেড্ডি।

অকশনের ফাঁকেই সম্প্রচারকারী চ্যানেলে সৌরভ বলেন, "বুমরাহ-কোহলি প্রত্যেকেই দুর্দান্ত খেলেছে। বিশেষ করে বলব যশস্বীর কথা। মাত্র ২২ বছর বয়স। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট। অসাধারণ খেলেছে যশস্বী। খুব ভালো লাগল হায়দরাবাদের তরুণ তুর্কি নীতীশ রেড্ডিকে। পেসাররাও দুর্দান্ত খেলেছে। কখনও মনে হয়নি, ম্যাচ আমাদের হাতের বাইরে ছিল। বড় মঞ্চে বড় মাপের পারফরম্যান্স। এটাই তো ভারতীয় ক্রিকেট।"

কিন্তু সিরিজ এখনও অনেকটা বাকি। পরের টেস্টই দুশ্চিন্তার অ্যাডিলেড পিঙ্ক বল টেস্ট। সৌরভ সাবধানী হয়েও বাজি ধরছেন বুমরাহ-কোহলিদের উপর। তাঁর বক্তব্য "এখনও অনেকটা পথ চলা বাকি। সামনে আরও চারটে টেস্ট আছে। আমার মতে পরের টেস্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড খুব ভালো। অ্যাডিলেডে আমাদের জিততেই হবে। পিঙ্ক বলের সঙ্গে আমাদের খুব দ্রুত অভ্যস্ত হয়ে উঠতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, ভারতই বর্ডার গাভাসকর ট্রফি জিতবে।" সৌরভের ভবিষ্যদ্বাণী মিলবে, আশায় দেশবাসীও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সৌদি আরবের জেড্ডায় বসেছে মহা নিলামের আসর।
  • দিল্লি ক্যাপিটালসের নিলাম টেবিলে চলছে সৌরভের মগজাস্ত্র।
  • তাঁর মধ্যেও তিনি প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতীয় ক্রিকেটারদের লড়াই নিয়ে।
Advertisement