সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথ টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি। আশা করা গিয়েছিল চেনা ফর্মে ফিরছেন বিরাট কোহলি। কিন্তু তারপর অ্যাডিলেড ও ব্রিসবেনে আশাভঙ্গ হয়েছেন। বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে আউট হয়েছেন মাত্র ৩ রানে। ফর্মে ফেরার জন্য মরিয়া কোহলি গাব্বায় চতুর্থ দিনের শুরুতেই নেটে অনুশীলন করা শুরু করে দিলেন। একদিকে যখন ফলো অন এড়ানোর জন্য লড়াই চালাচ্ছেন কেএল রাহুল, রবীন্দ্র জাদেজারা, তখন নেটে ব্যাট করতে দেখা গেল কোহলিকে।
ব্রিসবেনে বারবার বাধ সেঁধেছে বৃষ্টি। তার মধ্যেও ভারতীয় ব্যাটিংয়ের উপর ক্রমাগত চাপ বাড়িয়েছেন কামিন্স-স্টার্করা। সকাল-সকাল ফিরে গিয়েছেন রোহিত শর্মা। গাব্বায় যখন ফলো অন বাঁচানোর লড়াই চালাচ্ছেন রাহুল-জাদেজারা, তখন শোরগোল শোনা যাচ্ছিল নেট অঞ্চল থেকে। সেখানেও দেখা গিয়েছিল ভারতের জার্সি পরা কয়েকজন দর্শককে। ব্যাপারটা কী? কারণ নেটে অনুশীলন করছেন বিরাট কোহলি।
চতুর্থ দিন সকালে হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দরদের বল সামলালেন কোহলি। শুধু একটি নেটে নয়, একাধিক নেটে গিয়ে ব্যাট করলেন তিনি। বেশিরভাগ সময়ে ছন্দে থাকলেও সেই চেনা সমস্যা থেকে পুরোপুরি রেহাই মিলল না। অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হওয়া নিয়ে সমালোচিত হয়েছেন বিরাট। সেটা থেকে মুক্তির উপায়ও খোঁজা চলল নেটে। বোলিং কোচ মর্নি মর্কেল ও সহকারী কোচ রায়ান টেন দুশখাতেও উপস্থিত ছিলেন সেখানে।
একের পর এক ড্রাইভ চালালেন তিনি। লেংথ বলও সামলালেন। যতবার বল মিস করলেন, ততবার কোহলিকে দেখা গেল থ্রোডাউন স্পেশালিস্ট ও বোলারদের সঙ্গে কথা বলতে। এই টেস্টের বর্তমান যা অবস্থা, তাতে ফের ব্যাট করতে হবে বিরাটদের। এই বাড়তি অনুশীলনের কোনও ফল হয় কিনা, সেটা দেখার অপেক্ষা থাকবে দেশের ক্রিকেটপ্রেমীদের।