shono
Advertisement
CAB

দেশের স্বার্থই সবার আগে, বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ স্থগিত ঘোষণা সিএবি'র

'অপারেশন সিঁদুরে' দেশের সেনাবাহিনীর সঙ্গে সব রকম ভাবে পাশে থাকার অঙ্গীকার সিএবি'র।
Published By: Arpan DasPosted: 08:25 PM May 09, 2025Updated: 08:53 PM May 09, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহে স্থগিত বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। এবার এই টুর্নামেন্টের দ্বিতীয় বছর। ১৬ মে থেকে মহিলাদের ও ৪ জুন থেকে পুরুষদের প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল। এদিন সিএবি'র তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ স্থগিত রাখা হচ্ছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই পরিস্থিতিতে দেশের স্বার্থই সবার আগে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা এবং বিসিসিআইয়ের নির্দেশ অনুসারে পরবর্তী সূচি ঘোষণা করা হবে। সেই সঙ্গে জানানো হয়েছে, 'অপারেশন সিঁদুরে' দেশের সেনা বাহিনীর সাহসিকতার সঙ্গে আন্তরিক ভাবে পাশে রয়েছে।

Advertisement

গত বছর থেকে মহা সমারোহে শুরু হয়েছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। এবারও এই টুর্নামেন্ট নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থার। গতবার পুরুষদের প্রতিযোগিতায় যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল সোবিস্কো স্ম্যাশার মালদা ও মুর্শিদাবাদ কিংস। মহিলাদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। অভিষেক পোড়েল, মুকেশ কুমার, আকাশ দীপের মতো তারকারা খেলে এই টুর্নামেন্টে। ১৬ মে থেকে ৪ জুন মহিলাদের টুর্নামেন্ট ও ৪ জুন থেকে ২১ জুন পুরুষদের টুর্নামেন্ট হওয়ার কথা।

তবে সিএবি'র তরফ থেকে এদিন জানানো হয়েছে, বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ ও তার সম্পর্কিত অনুষ্ঠানগুলি আপাতত স্থগিত রাখা হয়েছে। সময়সূচি, ভেন্যু পরে জানানো হবে। সেই সঙ্গে সিএবি স্পষ্ট জানিয়েছে, 'দেশের স্বার্থে আমরা সব সময় উপস্থিত। ভারত সরকারের সমস্ত পদক্ষেপে আমরা সব রকমভাবে পাশে আছি। ভারতীয় সেনাবাহিনীর সাহস ও উৎসর্গকে আমাদের কুর্নিশ। তাঁদের অপারেশন সিঁদুর দেশকে গর্বিত ও অনুপ্রাণিত করেছে।'

সকল স্টেক হোল্ডারদের ধন্যবাদ জানিয়ে তারা আরও লিখেছে, 'ক্রিকেট সব সময় আমাদের একত্রিত করেছে। এই পরিস্থিতিতে আমাদের প্রধান কাজ দেশের পাশে থাকা। জাতীয় ঐক্য ও নিরাপত্তার জন্য আমরা সব সময় অঙ্গীকার বন্ধ।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহে স্থগিত বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। এবার এই টুর্নামেন্টের দ্বিতীয় বছর।
  • ১৬ মে থেকে মহিলাদের ও ৪ জুন থেকে পুরুষদের প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল।
  • এদিন সিএবি'র তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ স্থগিত রাখা হচ্ছে।
Advertisement