shono
Advertisement

Breaking News

Champions Trophy 2025

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি করার মরিয়া চেষ্টা! সৌরভ-শচীনের দ্বারস্থ প্রাক্তন পাক ক্রিকেটার

টিম ইন্ডিয়া না গেলে সেই দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে।
Published By: Arpan DasPosted: 01:28 PM Sep 15, 2024Updated: 01:31 PM Sep 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতা এখনও অব্যাহত। আগামী বছর সেখানে ভারত যাবে কিনা, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। আলোচনায় উঠে এসেছে বিকল্প ভেন্যুর কথাও। টিম ইন্ডিয়া না গেলে সেই দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে। অতএব উপায়? শেষ পর্যন্ত সৌরভ-শচীনের দ্বারস্থ হচ্ছেন প্রাক্তন পাক ক্রিকেটার মইন খান।

Advertisement

৮ বছর পরে ক্রিকেট ক্যালেন্ডারে প্রত্যাবর্তন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে, এমনটা ধরে নিয়েই সূচি তৈরি করেছে পিসিবি। নিরাপত্তার কারণে একটি মাত্র মাঠেই ভারতের ম্যাচ আয়োজন করার কথা ভাবা হচ্ছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ খেলার কথা মেন ইন ব্লু’র। আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

কিন্তু আপাতত ব্যাকফুটে পাকিস্তান। ফলে ভারতের কিংবদন্তি ক্রিকেটারদের কাছে 'অনুরোধ' জানাচ্ছেন মইন খান। সম্প্রতি তিনি বলেছেন, "শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব, রাহুল দ্রাবিড়ের মতো তারকাদের এগিয়ে আসা উচিত। তাঁদের উচিত বোর্ডকে বলা ক্রিকেট থেকে রাজনীতিকে দূরে রাখতে। রাজনৈতিক কারণে ক্রিকেট বন্ধ থাকা উচিত নয়। ভক্তরা ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে চায়। সেটাতে শুধু পাকিস্তানের মঙ্গল নয়, সামগ্রিকভাবে ক্রিকেটের জন্যও ভালো হবে।"

এর আগে ২০২২ সালে এশিয়া কাপও সরে গিয়েছিল পাকিস্তানের মাটি থেকে। সেই পরিস্থিতি যাতে ফের না তৈরি হয়, সেটা নিয়ে চিন্তিত পাক বোর্ড। কিন্তু সৌরভ-শচীনের দ্বারস্থ হয়েও হাল ছাড়তে নারাজ মইন খান। বরং পাকিস্তানকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন তিনি। প্রাক্তন পাক ক্রিকেটারের বক্তব্য, "ভারতের উচিত আইসিসির প্রতি দায়বদ্ধতা স্বীকার করা। যদি ওরা না আসে, তাহলে পাকিস্তানেরও ভাবা উচিত, ভবিষ্যতে ভারতে কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কিনা।" তবে সেসব অনেক দূর। আপাতত, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বিপাকে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতা এখনও অব্যাহত।
  • আগামী বছর সেখানে ভারত যাবে কিনা, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। আলোচনায় উঠে এসেছে বিকল্প ভেন্যুর কথাও।
  • শেষ পর্যন্ত সৌরভ-শচীনের দ্বারস্থ হচ্ছেন প্রাক্তন পাক ক্রিকেটার মইন খান।
Advertisement