সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে নাটক অব্যাহত। ইতিমধ্যেই বিসিসিআই থেকে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে যাবে না ভারত। সেই নিয়ে চর্চা দীর্ঘদিন ধরেই ছিল। যদিও বার বার পিসিবি থেকে নাকচ করা হচ্ছিল সেই তত্ত্ব। কিন্তু এবার তারাও নিশ্চিত করেছে যে, বিসিসিআইয়ের সিদ্ধান্তের কথা তাদের জানিয়েছে আইসিসি।
কিন্তু তাতে বরং জলঘোলা আরও বাড়তে পারে। কারণ এবার তাদের তরফ থেকে কড়া পদক্ষেপ নিতে পারে পিসিবি। সূত্রের খবর, ভারতের সিদ্ধান্ত নিয়ে আইনি পরামর্শও নিতে পারে তারা। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নামও প্রত্যাহার করতে পারে পাকিস্তান। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত।
২০২৫-র ফেব্রুয়ারি মাসে পাকভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। কিন্তু ভারত যে সেদেশে যাবে না, তা নিয়ে চর্চা ছিল দীর্ঘদিন ধরেই। এর মধ্যে আইসিসিকে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। সেক্ষেত্রে হাইব্রিড মডেল ছাড়া আর কোনও উপায় নেই। পাকিস্তান যদিও প্রথম থেকে এই মডেলের বিরোধিতা করে এসেছে। পিসিবি থেকে জোর গলাতেই বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানেই। কিন্তু আইসিসির পক্ষ থেকে ভারতের সিদ্ধান্ত জানানো হয়েছে পিসিবিকে। ১১ নভেম্বর লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি বিশেষ অনুষ্ঠান হওয়ারও কথা ছিল। সেটা বাতিল করেছে আইসিসি।
ভারতের পদক্ষেপে স্পষ্টতই চাপে পড়েছে পাকিস্তান। সেক্ষেত্রে তারা আইনি পথে চলার ভাবনাও রাখছে। এমনকী নিজের দেশের টুর্নামেন্ট থেকেই নাম তুলে নিতে পারে পাকিস্তান। উল্লেখ্য, গত এশিয়া কাপের আয়োজকও পাকিস্তানই ছিল। কিন্তু ভারত যায়নি পাকিস্তানে খেলতে। বরং হাইব্রিড মডেলে খেলা হয় এশিয়া কাপ। চ্যাম্পিয়ন্স ট্রফির পরিস্থিতি কী দাঁড়ায়, সেটাই এখন দেখার।