shono
Advertisement
Kagiso Rabada

'মাদক কাণ্ডে দুঃখপ্রকাশ করেছেন রাবাডা', বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল গুজরাট টাইটান্স

মাদক নেওয়ার জেরে নির্বাসিত ছিলেন রাবাডা।
Published By: Anwesha AdhikaryPosted: 11:44 AM May 06, 2025Updated: 12:36 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক নিয়ে সাসপেন্ড হয়েছিলেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)! নির্বাসন কাটিয়ে আবার আইপিএলে (IPL 2025) ফেরত এসেছেন তিনি। তবে প্রোটিয়া পেসারকে নিয়ে বিতর্ক থামছে না। এহেন পরিস্থিতিতে মুখ খুললেন গুজরাট টাইটান্সের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি। তাঁর কথায়, প্রোটিয়া পেসারের ভুল হয়ে গিয়েছিল। তবে যেভাবে নিজের ভুল স্বীকার করেছেন রাবাডা, তাতে মুগ্ধ সোলাঙ্কি।

Advertisement

জানা গিয়েছিল, রাবাডা বিনোদনমূলক ড্রাগ সেবন করেছিলেন। যে কোনও ক্রীড়াবিদেরই এই ওষুধ গ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। আইপিএলে মাত্র দু’টি ম্যাচ খেলে তিনি দেশে ফিরে গিয়েছিলেন। সেই সময় গুজরাট টাইটান্স বিবৃতি দিয়ে জানায়, ব্যক্তিগত কারণেই দেশে ফিরতে হয়েছিল তাঁকে। কিন্তু কারণটা যে নিছকই ব্যক্তিগত নয়, তা পরে জানা যায়। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় সাময়িকভাবে নিষিদ্ধ হন রাবাডা। এই মর্মে নিজেই ‘ভুল’ স্বীকার করেছিলেন তিনি।

রাবাডা নিজেই ড্রাগ নেওয়ার কথা স্বীকার করে বলেছিলেন, ‘এর জন্য প্রচণ্ড হতাশ। আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে ক্রিকেটকে এমন হালকাভাবে নেব না। ক্রিকেটকে ভালোবাসি। তাই ফিরে আসার জন্য মুখিয়ে রয়েছি।’ ইতিমধ্যেই তাঁকে ছাড়পত্র দিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া ডোপমুক্তির সংস্থা। গুজরাট টাইটান্স চাইলে মুম্বইয়ের বিরুদ্ধে তাঁকে খেলাতেও পারে। মঙ্গলবারই মুম্বইয়ের বিরুদ্ধে নামবে গুজরাট।

সেই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে সোলাঙ্কি বলেন, "গত একমাসে অনেক কিছু হয়েছে। কাগিসোর কিছু ভুল হয়েছিল। সেটা নিয়ে খোলাখুলি কথা বলেছে। দুঃখপ্রকাশ করেছে। তবে এমন ঘটনা থেকে অবশ্যই শিক্ষা নেবে রাবাডা। আপাতত ওকে অনুশীলনে পেয়েছি। মাঠে নেমে খেলতে রাবাডাও মুখিয়ে রয়েছে।" সোলাঙ্কি আরও জানান, রাবাডাকে নিয়ে যা কিছু প্রোটোকল রয়েছে, সমস্ত কিছু মেনেই তাঁকে খেলানোর কথা ভাবছে গুজরাট ম্যানেজমেন্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাবাডা বিনোদনমূলক ড্রাগ সেবন করেছিলেন।
  • রাবাডা নিজেই ড্রাগ নেওয়ার কথা স্বীকার করে বলেছিলেন, ‘এর জন্য প্রচণ্ড হতাশ। আন্তরিকভাবে দুঃখিত।
  • রাবাডাকে নিয়ে যা কিছু প্রোটোকল রয়েছে, সমস্ত কিছু মেনেই তাঁকে খেলানোর কথা ভাবছে গুজরাট ম্যানেজমেন্ট।
Advertisement