দেবাশিস সেন, মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের (IND vs AUS) আগে পিচ বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেটমহল। অভিযোগ, ভারতের অনুশীলনের জন্য পুরনো পিচ দেওয়া হয়েছে। সেই বিষয়ে সাফাই দিয়েছিলেন মেলবোর্নের পিচ কিউরেটর। এবার পিচ বিতর্কে মুখ খুললেন রোহিত শর্মা। জানিয়ে দিলেন, পুরনো পিচই দেওয়া হয়েছিল অনুশীলনের জন্য। সেই সঙ্গে জানালেন, তাঁর হাঁটুর চোট কীরকম আছে?
অস্ট্রেলিয়া যেখানে সবুজ পিচে অনুশীলন করছে, সেখানে রোহিতদের জন্য বরাদ্দ হয়েছে ‘পাটা’ পিচ। অথচ এমসিজি-র মাঠে অন্তত ৬ মিলিমিটার ঘাস থাকার কথা। রোহিত স্পষ্ট বলছেন, "যে পিচে আমাদের প্র্যাকটিস করতে দেওয়া হয়েছিল, সেগুলো পুরনো। আমার মনে হয় সেগুলো বিগ ব্যাশের জন্য ব্যবহার করা হয়েছিল। শুধু আজই আমরা নতুন পিচ দেখার সুযোগ পেলাম। আমরা গিয়ে দেখি, সেটার কী অবস্থা। সেই অনুযায়ী অনুশীলন করব।"
সাংবাদিক সম্মেলনের পরই রোহিত শর্মারা সোজা হাঁটা লাগালেন পিচের দিকে। সেখানে ছিলেন কোচ গৌতম গম্ভীর ও তারকা পেসার জশপ্রীত বুমরাহ। যোগ দেন প্রধান নির্বাচক অজিত আগরকরও। প্রায় আধঘণ্টা কথা বলেন তাঁরা। তারপর নেটের দিকে রওনা দেন। আগেরদিনই পিচ কিউরেটর ম্যাট পেজ জানিয়েছিলেন, পিচ ঘাসে ঢাকা থাকবে। বোলারদের সঙ্গে ব্যাটাররাও সাহায্য পাবেন।
তবে প্রথম একাদশ কী হবে সেই বিষয়ে খোলসা করেননি রোহিত। তিনি বলেন, "আপাতত আমরা আবহাওয়া-সহ অন্যান্য বিষয়ে নজর রাখছি। এখনও উইকেট দেখিনি। পরিস্থিতি বুঝে আমরা সেরা একাদশ বেছে নেব। সেক্ষেত্রে অতিরিক্ত স্পিনার খেলাব কিনা, সেটাও ভেবে দেখতে হবে।" ব্যাটিং অর্ডার নিয়েও সাংবাদিক সম্মেলনে মুখ খুলতে নারাজ তিনি। তবে নিজের চোট নিয়ে সুখবর দিলেন। রোহিত নিজেই জানাচ্ছেন, "আমার হাঁটুতে কোনও সমস্যা নেই।"
মেলবোর্নে থ্রো-ডাউন অনুশীলনের সময় হাঁটুতে চোট লেগেছিল রোহিতের। যা নিয়ে ভারতীয় পেসার আকাশ দীপের বক্তব্য ছিল, পুরনো পিচে বল আচমকা নীচু হচ্ছে। তাই চোট লেগেছে। কিন্তু কেন পুরনো পিচ দেওয়া হয়েছিল? কিউরেটর ম্যাট পেজ বলেছিলেন, টেস্টের তিনদিন আগে নতুন পিচ দেওয়া হয় না। কিন্তু ভারত যে এখানে অনুশীলন করবে, সেটা তো দুমাস আগেই জানানো হয়েছিল। তাহলে এই অব্যবস্থা কেন? দায় ঝেড়ে পেজের উত্তর, এগুলো অস্ট্রেলিয়া ও ভারতীয় বোর্ডের ব্যাপার। তিনি নাকি কিছুই জানেন না।