shono
Advertisement

Breaking News

IND vs AUS

৪ বছর আগে শেষবার অশ্বিন-জাদেজাকে ছাড়া টেস্ট খেলেছিল ভারত, কী হয় ফলাফল?

ওই ম্যাচে ইতিহাস গড়েছিল টিম ইন্ডিয়া।
Published By: Anwesha AdhikaryPosted: 02:09 PM Nov 22, 2024Updated: 02:19 PM Nov 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথ টেস্টে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন ভার‍ত অধিনায়ক জশপ্রীত বুমরাহ। প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে না দেখতে পেয়ে এমন কথাই বলছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। দুই অভিজ্ঞ স্পিনারকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছে পারথ টেস্টে (IND vs AUS)। ম্যাচ চলাকালীনই চর্চা চলছে, শেষ কবে অশ্বিন-জাদেজা দুজনকেই বাইরে রেখে টেস্ট খেলতে নেমেছে ভারত?

Advertisement

২০১১ সালে টেস্ট অভিষেক হয় অশ্বিনের। পরের বছরই প্রথম টেস্ট খেলেন জাদেজা। তার পর থেকে দুই স্পিনারকে বাদ দিয়ে মোট পাঁচটি টেস্ট খেলেছে ভারত। তার মধ্যে চারটেই অস্ট্রেলিয়ায়। ২০১৪ সালে অ্যাডিলেডে খেলেননি দুই তারকা। চার বছর পরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে জোহানেসবার্গ টেস্ট থেকে বাদ দেওয়া হয় অশ্বিন-জাদেজাকে। ২০১৮ সালে পারথেই আবারও দল থেকে বাদ পড়েন দুই তারকা।

শেষবার অশ্বিন-জাদেজাকে বাদ দিয়ে ভারত খেলেছিল ২০২১ সালের ব্রিসবেন টেস্টে। ওই ম্যাচে ইতিহাস গড়েছিল টিম ইন্ডিয়া। চোটের জন্য ব্রিসবেনে খেলতে পারেননি ভারতের একঝাঁক তারকা। আগের টেস্টে চোট পেয়েছিলেন বলেই অশ্বিন নামতে পারেননি ব্রিসবেন। তবে আগুনে বোলিং করে পাঁচ উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। চতুর্থ ইনিংসে শুভমান গিলের ৯১ এবং ঋষভ পন্থের অপরাজিত ৮৯ রানের দাপটে ব্রিসবেন টেস্ট জেতে ভারত। ৩২ বছর পর ব্রিসবেনে টেস্ট হারতে হয় অজি ব্রিগেডকে।

তার পরে এই প্রথমবার একসঙ্গে দুই রবিকে বাদ দিয়ে টেস্ট খেলছে ভারত। ২০১৮র পর ২০২৪য়েও পারথ টেস্টের দলে জায়গা পেলেন না অভিজ্ঞ দুই স্পিনার। তাঁদের বদলে সুন্দরের উপরে ভরসা রেখেছেন বুমরাহ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মোটেই সেই ভরসার প্রতি সুবিচার করতে পারেননি ওয়াশিংটন। বল হাতে কি কামাল করতে পারবেন তিনি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১১ সালে টেস্ট অভিষেক হয় অশ্বিনের। পরের বছরই প্রথম টেস্ট খেলেন জাদেজা।
  • শেষবার অশ্বিন-জাদেজাকে বাদ দিয়ে ভারত খেলেছিল ২০২১ সালের ব্রিসবেন টেস্টে।
  • ২০১৮র পর ২০২৪য়েও পারথ টেস্টের দলে জায়গা পেলেন না অভিজ্ঞ দুই স্পিনার।
Advertisement