shono
Advertisement
IND vs SA

ওয়ান্ডার্সে ওয়ান্ডারফুল ভারত! তিলক-সঞ্জুর বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডের ছড়াছড়ি

দুই ব্যাটারের তাণ্ডবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত।
Published By: Arpan DasPosted: 10:40 PM Nov 15, 2024Updated: 11:03 PM Nov 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ান্ডার্সে ওয়ান্ডারফুল ভারত। অন্তত প্রথম ইনিংসে যে খেলাটা তিলক-সঞ্জুরা খেললেন, তাতে অনায়াসে এই কথাটা বলাই যায়। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২৯৭ রানের ইনিংস গড়েছিল ভারত। সেটাই টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ স্কোর। এদিন অবশ্য সেটা ভাঙল না। ভারতের ইনিংস থামল ২৮৩ রানে। কিন্তু একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল, সেই রেকর্ড অক্ষুণ্ণ থাকবে না।

Advertisement

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। মাঠ ছোট, বল সোজা ব্যাটে আসছে। এই পরিস্থিতিতে শুরু থেকেই তাণ্ডব চালালেন অভিষেকরা। ১৮ বলে ৩৬ রানের ইনিংসে শুরুতেই ইনিংসের গতিপ্রকৃতি ঠিক করে দিয়েছিলেন তিনি। বাকিটা সঞ্জু ও তিলকের কেরামতি। দুজনেই সেঞ্চুরি করলেন। গড়লেন অনেকগুলি রেকর্ড।

আগের ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিলক। এদিন ফের শতরান। পর পর দুটি টি-টোয়েন্টি ম্যাচে শতরানের রেকর্ড ছিল সঞ্জুর। এদিন তাঁকে ছুঁয়ে ফেললেন তিলক। অন্যদিকে এক বছরে তিনটি সেঞ্চুরি করলেন সঞ্জু। সেটাও একটা নজির। প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচে দুজন ক্রিকেটার শতরানের রেকর্ডও গড়ল এদিন। ৫৬ বলে সঞ্জু করেন ১০৯, ৪৭ বলে তিলকের রান ১২০। শেষ পর্যন্ত ব্যাট করেন দুজনেই। দুজনের জুটিতে উঠল ২১০ রান। যা টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ। যার ফলে ১ উইকেট হারিয়ে ভারতের রান দাঁড়াল ২৮৩। যা বিদেশের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান। এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কাও হাঁকালেন ভারতের তিন ব্যাটার। অভিষেক মারেন ৪টি। তার পর সঞ্জুর ব্যাট থেকে বেরোয় ৯টি ছয়। আর তিলক মারেন ১০টি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement