সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2024-25) শুরুতেই ধরাশায়ী ভারত। শুক্রবার পারথ টেস্ট খেলতে নেমে কোনওমতে দেড়শো রানের গণ্ডি ছুঁলেন ঋষভ পন্থরা। ৫০ ওভারও পুরো খেলতে পারলেন না ভারতীয় ব্যাটাররা। জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে ৪১ রান করেন নীতীশ রেড্ডি। এদিন ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর তাঁরই। অন্যদিকে, অস্ট্রেলীয় বোলারদের মধ্যে এদিন সেরা পারফরম্যান্স জশ হ্যাজেলউডের। চার উইকেট তুলে নিয়েছেন অজি পেসার, ২৯ রান দিয়ে।
পারথ মানেই পেসারদের স্বর্গরাজ্য। ঘাসে ঢাকা পিচে লাফিয়ে উঠবে দ্রুতগতিতে ধেয়ে আসা ডেলিভারি। সেই আগুনে বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করা ভারতের পুরনো রোগ। শুক্রবারও তার অন্যথা হল না। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক জশপ্রীত বুমরাহ। কিন্তু সেই সিদ্ধান্তের সুযোগ নিল অস্ট্রেলিয়া। মাত্র দুই সেশনের মধ্যেই ভারতের ইনিংস গুটিয়ে গেল।
ইনিংসের তৃতীয় ওভারেই আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। আগ্রাসী শট খেলতে গিয়ে মিচেল স্টার্ককে উইকেট ছুড়ে দিয়ে আসেন ভারতীয় ওপেনার। তার পরে রাহুলের সঙ্গে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন পাড়িক্কল। ক্রিজে বেশ খানিকক্ষণ সময় কাটালেও রান করতে পারেননি। পারথ টেস্টে মাত্র ১২টি বল খেললেন বিরাট। একটি চার আসে তাঁর ব্যাট থেকে। ৫ রান করে আউট হয়ে যান কিং কোহলি। ২৬ রানের মাথায় বিতর্কিতভাবে আউট হন রাহুল। মধ্যাহ্নভোজের বিরতির আগে ৫১ রানে চার উইকেট খোয়ায় ভারত।
দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমেই আউট হয়ে যান ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল। কিন্তু অজিদের পালটা আক্রমণের পথে হাঁটেন ঋষভ পন্থ। তাঁর সঙ্গী হন প্রথমবার টেস্ট খেলতে নামা নীতীশ। আগ্রাসী মেজাজে ৪৮ রানের পার্টনারশিপ গড়েন দুই ব্যাটার। তবে পন্থ আউট হতেই ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। ৩৭ রান আসে পন্থের ব্যাট থেকে। প্রথমবার টেস্টে ব্যাট করতে নেমে ৫ বলে ৭ রান করেন হর্ষিত রানা। মূলত টেলএন্ডারদের চেষ্টাতেই দেড়শো পর্যন্ত পৌঁছয় ভারত। দুটি করে উইকেট পেয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল মার্শ এবং মিচেল স্টার্ক।