shono
Advertisement
U19 Women's T20 World Cup

অপরাজিত থেকে ফাইনালে, টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলাদের

অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ৯ উইকেটে ম্যাচ জেতে ভারতের মেয়েরা।
Published By: Arpan DasPosted: 04:50 PM Jan 31, 2025Updated: 04:50 PM Jan 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছুটছে ভারতের জয়রথ। সেমিফাইনালে নিকি প্রসাদরা ৯ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ডকে। ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা পারুনিকা সিসোদিয়া। এবার ফাইনালে সামনে দক্ষিণ আফ্রিকা। এই টুর্নামেন্টে ভারতের মেয়েরা গতবারের চ্যাম্পিয়ন। এবার অপরাজিত থেকে শিরোপা বজায় রাখার লড়াইয়ে রবিবার নামবে ভারত।

Advertisement

কুয়ালা লামপুরে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুটা একেবারে খারাপ করেননি ডাভিনা পেরিনরা। ৪ ওভারের মধ্যে ৩৭ রান তুলে নেন তাঁরা। ইংল্যান্ডকে প্রথম ধাক্কাটা দেন পারুনিকা। জেমিমা স্পেনসের উইকেট তুলে নেন ভারতীয় বোলার। ওই ওভারেই আরও একটি উইকেট তুলে উইকেট নিয়ে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি।

তারপরও অধিনায়ক আবিগাল নরগ্রোভ ও ডাভিনা মিলে লড়াই চালাচ্ছিলেন। সেই জুটি ভাঙেন আয়ুশী শুক্লা। দুজনেরই উইকেট তুলে নেন তিনি। সেখান থেকে আর ফিরে আসা সম্ভব হয়নি ইংল্যান্ডের। ৮১ রানে ৩ উইকেট থেকে ৯২ রানের মধ্যে ৮ উইকেট পড়ে যায় তাদের। আরও একটি উইকেট তোলেন পারুনিকা। অন্যদিকে ৩ উইকেট তুলে নেন বৈষ্ণবী শর্মাও। তারপর অবশ্য আর উইকেট পড়েনি। তবে ২০ ওভারে মাত্র ১১৩ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।

জবাবে একেবারেই সমস্যায় পড়েনি ভারতের মেয়েরা। তৃষা ও কমলিনীর ওপেনিং জুটিতে উঠে যায় ৬০ রান। তৃষা ৩৫ রান করে ফিরে গেলে হাল ধরেন সানিকা চালকে। দুজনের জুটিতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। কমলিনী অপরাজিত থাকেন ৫৬ রানে। অন্যদিকে সানিকা করেন ১১ রান। ৯ উইকেটে ম্যাচ জিতে অপরাজিত থেকে ফাইনালে চলে গেল ভারতের মেয়েরা। ফাইনালে সামনে দক্ষিণ আফ্রিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছুটছে জয়রথ। সেমিফাইনালে নিকি প্রসাদরা ৯ উইকেটে হারিয়ে দিল ইংল্যন্ডকে।
  • ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা পারুনিকা সিসোদিয়া। এবার ফাইনালে সামনে দক্ষিণ আফ্রিকা।
  • এই টুর্নামেন্টে ভারতের মেয়েরা গতবারের চ্যাম্পিয়ন। শিরোপা বজায় রাখার লড়াইয়ে রবিবার নামবে ভারত।
Advertisement