সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জয়। শুধু জয় বললে ভুল হবে, বিপক্ষকে রীতিমতো ছিন্নভিন্ন করে দেওয়া যাকে বলে, সেটাই করে দেখাল টিম ইন্ডিয়া। বস্তুত বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করলেন সঞ্জু স্যামসন, তিলক বর্মারা। শুক্রবার সিরিজ জয়ের ম্যাচেও ভারত একের পর এক রেকর্ড গড়ল। ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, "এই দল নিয়ে আমি গর্বিত।"
কী কী রেকর্ড গড়ল ভারত?
বিদেশের মাটিতে সর্বোচ্চ রান: ২৮৩। প্রোটিয়াদের বিরুদ্ধে করা এই স্কোরই বিদেশের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান।
দ্রুততম ২০০: প্রোটিয়াদের বিরুদ্ধে ১৪.১ ওভারে ২০০ রানের গণ্ডি পার করে টিম ইন্ডিয়া। যা ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে টিম ইন্ডিয়ার দ্রুততম ২০০ রান।
এক ইনিংসে সর্বাধিক ছয়: প্রোটিয়াদের বিরুদ্ধে ২৩টি ছক্কা হাঁকিয়েছে টিম ইন্ডিয়া। যা কিনা টি-২০ ক্রিকেটে সেরা ১০ দেশের মধ্যে সর্বাধিক। এর আগে এক ইনিংসে ২২টি ছক্কা মারার নজির ছিল ভারতের।
এক ইনিংসে জোড়া সেঞ্চুরি: তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম বার একই দলের দুই ব্যাটার একই ইনিংসে শতরান করলেন।
এক সিরিজে একই ব্যাটারের একাধিক সেঞ্চুরি: এই রেকর্ডেও উঠে গেল দুই ভারতীয় ব্যাটারের নাম। সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা দুজনেই চলতি সিরিজে দুটি করে সেঞ্চুরি করেছেন।
এক বছরে সর্বাধিক শতরান: শুধু চলতি বছরেই ৩টি শতরান করলেন সঞ্জু স্যামসন। যা এক ক্যালেন্ডার বছরে কোনও ব্যাটারের করা সবচেয়ে বেশি শতরান।
দ্বিতীয় উইকেটে সর্বাধিক রান: তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন শুক্রবার দ্বিতীয় উইকেটের জুটিতে ২১০ রান তোলেন। যা কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় উইকেটে সর্বাধিক। যে কোনও উইকেটের জুটির নিরিখে এটা ষষ্ঠ সর্বোচ্চ পার্টনারশিপ।
এক সিরিজে সবচেয়ে বেশি ছয়: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ২০টি ছক্কা মেরেছেন তিলক বর্মা এবং ১৯টি ছক্কা মেরেছেন সঞ্জু স্যামসন। যা এক সিরিজে ভারতীয়দের নিরিখে সর্বোচ্চ। এর আগে বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক সিরিজে ১৩টি ছক্কা মারেন।
বস্তুত, দ্বিতীয় ম্যাচে সামান্য কয়েকটা ওভার বাদ দিলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোটা টি-২০ সিরিজেই দাপট দেখিয়েছে ভারত। বিশেষ করে প্রথম, তৃতীয় এবং চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতের ব্যাটিং বিক্রম রীতিমতো নজর কেড়েছে। স্বাভাবিকভাবেই গোটা টিমের পারফরম্যান্সে গর্বিত অধিনায়ক সূর্যকুমার যাদব। সিরিজে মূলত সঞ্জু স্যামসন, তিলক বর্মা, বরুণ চক্রবর্তীরা নজর কাড়লেও সূর্য কৃতিত্ব দিচ্ছেন গোটা দলকে। তাঁর কথায়, "বিদেশের মাটিতে এসে এভাবে সিরিজ জেতাটা সহজ কাজ নয়। দলের প্রত্যেক সদস্যের অবদান ছাড়া এটা সম্ভব ছিল না। আমি গোটা দলের জন্য গর্বিত।"