সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমসন্ধ্যায় লখনউয়ে সিএসকের (CSK) প্রতিপক্ষ ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস (LSG)। তবে এই ম্যাচে নামার আগে কোণঠাসা চেন্নাই শিবির। পরপর পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দল। কনুইয়ের চোটে ছিটকে গিয়েছেন অধিনায়ক রুতুরাজ। অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন ঘটেছে মাহির। যদিও তাতেও ভাগ্য পরিবর্তন ঘটেনি সিএসকের। দলের কোচ স্টিফেন ফ্লেমিং এই পরিস্থিতিতে ধোনির পাশেই দাঁড়িয়েছেন। মাহি কোনও 'ভাগ্যবিধাতা' নন, বলেছেন ফ্লেমিং।

লখনউ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ফ্লেমিং বলেন, "ধোনি কোনও ভাগ্যবিধাতা নয়। ওর হাতে তো কোনও জাদুকাঠি নেই। যার ছোঁয়ায় সবকিছু বদলে যাবে। তাই ওর উপর প্রত্যাশার চাপ তৈরি করা ঠিক নয়। ধোনি খুবই পরিশ্রমী। ওর সঙ্গে কাজ করে এটুকু বুঝেছি। আগে সকলের মিলিত পরিশ্রমেই সাফল্য এসেছিল। বহু খারাপ পরিস্থিতিতে আগে পড়েছি। সেখান থেকে ঘুরেও দাঁড়িয়েছি।" অর্থাৎ লখনউয়ের বিরুদ্ধে নামার আগে ঘুরে দাঁড়াতে মরিয়া চেন্নাই কোচ। এদিক আবার চোট সারিয়ে লখনউ শিবিরে ফিরছে ময়ঙ্ক যাদব।
এই পরিস্থিতি থেকে বের হয়ে জয়ের উপায় কী? ফ্লেমিংয়ের সংযোজন, "ছোট ছোট ধাপে এগিয়ে যেতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই ভালো খেলতে হবে। আগের ম্যাচের হার গোটা দলকে কষ্ট দিয়েছে। ব্যর্থতার কারণগুলো খুঁজে আমাদের এই পরিস্থিতি থেকে বেরতে হবে। আমরা একটা সফল ফ্র্যাঞ্চাইজি। এর প্রতিফলন কিন্তু মাঠেও দেখাতে হবে। সেটা খুবই গুরুত্বপূর্ণ।"
উল্লেখ্য, নিজেদের ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে লজ্জাজনক পরাজয় স্বীকার করে সিএসকে। মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় ধোনির নেতৃত্বাধীন চেন্নাই। এখন দেখার, অতীত থেকে শিক্ষা নিয়ে 'থালা'র নেতৃত্বে ঘুরে দাঁড়াতে পারে কিনা চেন্নাই সুপার কিংস।