shono
Advertisement
MS Dhoni

হোম অ্যাডভান্টেজ বিতর্ক উসকে দিলেন ধোনিও, 'অবাক' ম্যাচ সেরার পুরস্কার পেয়ে

পাঁচ ম্যাচ পর জয়ের সরণিতে ফিরেছে চেন্নাই।
Published By: Arpan DasPosted: 09:14 AM Apr 15, 2025Updated: 09:23 AM Apr 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচ পর জয়ের সরণিতে ফিরল চেন্নাই। লখনউয়ের একানা স্টেডিয়ামে পন্থদের পরাস্ত করল সিএসকে। ব্যাটে-উইকেট কিপিংয়ে নায়ক সেই ধোনিই। কিন্তু ম্যাচের পরে চেন্নাই অধিনায়ক উসকে দিলেন ঘরের মাঠের পিচ বিতর্ক। কিছুটা অবাক হলেন 'ম্যাচের সেরা' পুরস্কার পেয়েও।

Advertisement

চলতি মরশুমে ৭টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতেছে সিএসকে। যে চিপককে এতদিন চেন্নাইয়ের দুর্গ ধরা হত, সেখানে জিতেছে একটিই ম্যাচ। আগের ম্যাচে নাইটদের কাছে একপ্রকার আত্মসমর্পণ করেছিল তারা। একানা স্টেডিয়ামে লখনউয়ের বিরুদ্ধে ধোনি না থাকলে ফের হারেরই সম্মুখীন হতে হত। ১১ বলে ২৬ করে ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।

যদিও ম্যাচের শেষে 'হোম অ্যাডভান্টেজ' বিতর্কে ঘি ঢাললেন। তিনি বলেন, "চেন্নাইয়ের উইকেট কিছুটা মন্থর। আমাদের ব্যর্থতার সেটাও একটা কারণ। আমরা যখন বাইরের মাঠে খেলি, তখন ভালো ব্যাট করছি। যদি আমরা আরেকটু ভালো পিচে খেলতে পারি, তাহলে আমাদের ব্যাটাররা আরেকটু আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলতে পারে। এরকম মন্থর উইকেটে কেউই খেলতে চাইবে না। আমরা বলটা ভালোই করছি। কিন্তু আমাদের আরও ভালো ব্যাট করতে হবে।"

এর আগে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংও বলেছিলেন, 'চিপকে সাহায্য পাচ্ছি না'। ধোনিও যেন ঘুরিয়ে ঠিক সেই কথাটাই বলে গেলেন। নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানের মাধ্যমে যে পিচ বিতর্ক শুরু হয়েছিল, তাতে এবার শামিল ধোনিও। তবে আরও একটা জিনিস অবাক করেছে মাহিকে। ৪ ওভারে মাত্র ১৩ রান দেওয়া নুর আহমেদের বদলে কেন তাঁকে 'ম্যাচের সেরা' পুরস্কার দেওয়া হল, সেটা বুঝতে পারলেন না। তাঁর সাফ বক্তব্য, "আমাকে কেন ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হল, সেটা ভেবে একটু অবাকই হয়েছি। নুর খুব ভালো বল করেছে।" ঘটনা হচ্ছে, আইপিএলের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্লেয়ার হিসেবে ম্যাচ সেরার পুরস্কার পেলেন তিনি। এর আগে ৪২ বছর ২০৮ দিন বয়সে ম্যাচের সেরা হয়েছিলেন প্রবীণ তাম্বে। আর ধোনি পুরস্কার পেলেন ৪৩ বছর ২৮০ দিনে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঁচ ম্যাচ পর জয়ের সরণিতে ফিরল চেন্নাই। লখনউয়ের একানা স্টেডিয়ামে পন্থদের পরাস্ত করল সিএসকে।
  • ব্যাটে-উইকেট কিপিংয়ে নায়ক সেই ধোনিই।
  • কিন্তু ম্যাচের পরে চেন্নাই অধিনায়ক উসকে দিলেন ঘরের মাঠের পিচ বিতর্ক। কিছুটা অবাক হলেন 'ম্যাচের সেরা' পুরস্কার পেয়েও।
Advertisement