সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ম্যাচ হেরে বিপর্যস্ত চেন্নাই সুপার কিংস। পরপর চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে নবম স্থানে তারা। সিএসকে'র এমন ছন্দহীন পারফরম্যান্সে রীতিমতো অখুশি কৃষ্ণমাচারি শ্রীকান্ত। মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে তিনি সুর চড়িয়েছেন। যদিও, ফিরে আসার পথও বাতলে দিয়েছেন তিনি।

কী বলেছেন প্রাক্তন এই ক্রিকেটার? এক্স হ্যান্ডলে তিনি লেখেন, '৮৩ রানে ৫ উইকেট খুইয়ে ফেলেছিল পাঞ্জাব। সেখান থেকে ৬ উইকেটে ২১৯। এত ক্যাচ ফেললে তো শত চেষ্টাতেও জেতা সম্ভব নয়।' দু'বার জীবন ফিরে পেয়ে ৩৯ বলে ঝোড়ো সেঞ্চুরি করেন প্রিয়াংশ আর্য। অথচ তিনি ৬ রানেই আউট হয়ে যেতে পারতেন। নিজের প্রথম ওভারেই তাঁর ক্যাচ তালুবন্দি করতে পারেননি খলিল আহমেদ। এরপর রবিচন্দ্রন অশ্বিনের বলে লং-অফে প্রিয়াংশের ক্যাচ ছাড়েন মুকেশ চৌধুরী। তখন তাঁর রান ৭৩।
তাছাড়াও ১৭তম ওভারে ডিপ মিড উইকেটে নূর আহমেদের বলে লাইফলাইন পান শশাঙ্ক সিং। শেষ পর্যন্ত ৫২ রানের একটা ঝকঝকে ইনিংস খেলেন তিনি। শ্রীকান্তের সংযোজন, "চেন্নাইয়ের প্রত্যাবর্তনের জন্য বোলিংয়ে উন্নতি দরকার। একমাত্র এটাই পথ। তাই এবার বোলিং নিয়ে চেন্নাই ম্যানেজমেন্টকে ভাবতেই হবে। প্রতিপক্ষকে ১৮০ রানে বেঁধে রাখার পরিকল্পনা নিয়ে তাদের এগোতে হবে। এর বেশি রান হলে চেন্নাইয়ের পক্ষে কঠিন হবে।"
চেন্নাইয়ের পরের ম্যাচ ১১ এপ্রিল। ঘরের মাঠে কেকেআরের মুখোমুখি হবে সিএসকে। এই মচে তারা ম্যাচে জয়ের সরণিতে ফিরে আসার চেষ্টা করবে।