সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত ছন্দে পাঞ্জাব কিংস। মঙ্গলবার প্রীতি জিন্টার দল সিএসকে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। আর সেই জয় তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন মাহভাশ। সদ্য ডিভোর্স হওয়া যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নেটপাড়ায় জোর গুঞ্জন। একসঙ্গে ডিনার থেকে খেলার মাঠ, প্রায়ই চাহালের সঙ্গে দেখা যায় তাঁকে। পাঞ্জাবের জয়ের মধ্যে ফের চর্চায় মাহভাশ। গ্যালারিতে চাহালের দলের হয়ে তাঁর গলা ফাটানোর মুহূর্ত ফের ভাইরাল সোশাল মিডিয়ায়।

চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে সেভাবে সাফল্য পাননি চাহাল। মাত্র এক ওভারই বল করেন তিনি। কিন্তু যতই হোক, তাঁর দল তো জিতেছে! প্রিয়াংশ আর্য ৩৯ বলে সেঞ্চুরি করেছেন। একাধিক ক্যাচ হাতছাড়া করে পাঞ্জাবের জয়ের রাস্তা আরও সহজ করে দিয়েছে রুতুরাজের দল। কিংবা রানের মধ্যে থাকা রাচীন রবীন্দ্র আউট হওয়াটাও একটা টার্নিং পয়েন্ট। আর প্রত্যেকবার উল্লাসে ফেটে পড়লেন মাহভাশ।
এই সুযোগ কি আর ছাড়েন নেট নাগরিকরা? কেউ বলছেন, চাহালের আমন্ত্রণেই মাহভাশ পাঞ্জাব গ্যালারিতে বসে চুটিয়ে ক্রিকেট উপভোগ করছেন। একজন মজা করে লিখেছেন, 'দেখুন কে পাঞ্জাবকে সমর্থন করতে এসেছে? সবাই চিনতে পেরেছেন?' কেউ লিখেছেন, 'রাচীন রবীন্দ্রর উইকেট পাওয়ার পর স্ট্যান্ডে নাচছেন মাহভাশ। চাহালের সাপোর্ট চলে এসেছে।' অন্য একজন লেখেন, 'বাগদত্তার হয়ে গলা ফাটাচ্ছে।'
তবে চাহালের সঙ্গে আদৌ কোনও সম্পর্ক আছে কি না, এই বিষয়ে স্পষ্ট স্বীকারোক্তি করেননি মাহভাশ। তবে সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের 'পছন্দের পুরুষ' কীরকম হবে, সেটা নিয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে আবার লাইক করেন চাহালও। গুঞ্জন যে তাতে বাড়বে, সে যেন আর বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে শুধু চাহাল নয়, গোটা পাঞ্জাব দলের জন্যই গলা ফাটাতে গ্যালারিতে উপস্থিত মাহভাশ। এতদিন পাঞ্জাব ম্যাচ মানে ছিল প্রীতি জিন্টার জাদু। পাঞ্জাব মালিকও এদিন জয়ের আনন্দে ফেটে পড়েন। এবার তাঁর সঙ্গে জুটল মাহভাশের সমর্থনও।