shono
Advertisement
IPL 2025

তবে রে... রোহিতদের ম্যাচে গ্যালারিতে তুমুল মারপিট পুরুষ-মহিলা দর্শকের! ভিডিও ভাইরাল

এর আগে রাজস্থানের ম্যাচেও দর্শকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল।
Published By: Arpan DasPosted: 07:44 PM Apr 14, 2025Updated: 07:44 PM Apr 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে চলছে দিল্লি বনাম মুম্বইয়ের ক্রিকেট লড়াই। রোহিতরা জিতবেন, নাকি শেষ হাসি হাসবেন রাহুলরা, চলছে রুদ্ধশ্বাস লড়াই। তার মধ্যে স্টেডিয়ামে অন্য লড়াই। ম্যাচ চলাকালীন মারামারিতে জড়িয়ে পড়লেন পুরুষ ও মহিলা দর্শক। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

Advertisement

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রবিবার মুখোমুখি হয়েছিল দিল্লি ও মুম্বই। সেখানে ১২ রানে ম্যাচ জেতে মুম্বই। তার মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল স্টেডিয়ামে মারামারির ভিডিও। যেখানে দেখা যায়, এক মহিলা মেরেই চলেছেন এক পুরুষকে। আশেপাশে তখন আরও অনেক সমর্থক। ক্রমে সেখান থেকেও কয়েকজন জড়িয়ে পড়েন হাতাহাতিতে।

স্বাভাবিকভাবেই স্টেডিয়ামের এক অংশ জুড়ে তখন উত্তাল পরিস্থিতি। ম্যাচ দেখবেন কী, আশেপাশের লোকজন তখন ব্যস্ত ঝামেলা সামলাতে। অবশেষে স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। তাদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত হাতাহাতি থামে। যদিও এই ঝামেলার কারণ কী ম্যাচ নিয়ে? নাকি অন্য কিছু? সেটা এখনও অজানা।

তবে চলতি আইপিএলে এবারই প্রথম নয়। এর আগেও স্টেডিয়ামে ঝামেলার ঘটনা প্রকাশ্যে এসেছে। অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের ম্যাচেও একই ঘটনা ঘটে। শেষ পর্যন্ত সেখানেও পুলিশের হস্তক্ষেপে ঝামেলা থামে। অনুমান, কেকেআরের বিরুদ্ধে ম্যাচেই ঘটনাটি ঘটেছিল। আবার একই ঘটল অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি বনাম মুম্বই ম্যাচে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাঠে চলছে দিল্লি বনাম মুম্বইয়ের ক্রিকেট লড়াই। রোহিতরা জিতবেন, নাকি শেষ হাসি হাসবেন রাহুলরা, চলছে রুদ্ধশ্বাস লড়াই।
  • তার মধ্যে স্টেডিয়ামে অন্য লড়াই। ম্যাচ চলাকালীন মারামারিতে জড়িয়ে পড়লেন সমর্থকরা।
  • ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
Advertisement