shono
Advertisement

Breaking News

Rahul Dravid

বিরাট-রোহিতদের উলটো সুর, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মকে 'সমর্থন' করলেন দ্রাবিড়

কেন রাজস্থান কোচের গলায় ভিন্ন সুর?
Published By: Prasenjit DuttaPosted: 05:46 PM Apr 09, 2025Updated: 05:46 PM Apr 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলি একই মেরুতে। তাঁরা মনে করেন, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম ক্রিকেটের ভারসাম্যটা নষ্ট করছে। যদিও এবার রোহিত-বিরাটদের উলটো সুর শোনা গেল ভারতীয় দলের প্রাক্তন তথা অধুনা রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়ের মুখে। রাজস্থান রয়্যালসের হেডকোচ মনে করছেন, এ নিয়মের সুবিধা সব দলই পাচ্ছে। 

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দ্রাবিড় বলেন, "আইপিএলে আলাদা মাত্রা যোগ করেছে এটা। যখন ভারতীয় দলের কোচ ছিলাম, এ বিষয়ে খুব একটা আগ্রহী ছিলাম না। তখন বুঝতাম এতে জটিলতা বাড়ে। যদিও এখন ভাবনা বদলেছে। এখন তো দেখছি ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম থাকায় শেষ বল পর্যন্ত উত্তেজনা বজায় থাকছে।"

তাঁর কথায়, "একজন কোচ হিসেবে ‌সবসময় আপনি সবসময় চাইবেন অলরাউন্ডার তৈরি করতে। পুরোনো ১১ বনাম ১১ পদ্ধতিতে কিছু প্লেয়ার দলে সুযোগ পাবে, এটাই ছিল নিয়ম। কিন্তু ইমপ্ল্যাক্ট প্লেয়ার নিয়ম এই ধারণাকে কিছুটা হলেও বদলে দিয়েছে।"

দ্রাবিড়ের সংযোজন, "অতিরিক্ত ব্যাটার এই নিয়মের ফলেই সুযোগ পাচ্ছে। তাই রানও উঠছে বেশি। তবে এই নিয়ম থাকায় বিপক্ষও সুযোগ নিচ্ছে। তাই ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে না তারা। আট বা নয় নম্বরেও কোনও ব্যাটারকে নামানো হচ্ছে। ছয় বা সাত উইকেট হারানোর পরেও তখন ম্যাচটা জীবন্ত হয়ে উঠছে। সেই কারণে একেবারে সেয়ানে সেয়ানে লড়াই চলছে। এই নিয়মের কারণে অতিরিক্ত একজন অলরাউন্ডারকে খেলানো যেতে পারে। তার চেয়েও বড় কথা, এই নিয়ম থাকায় একজন অতিরিক্ত ভারতীয় খেলোয়াড় সুযোগ পেতে পারে।"

বস্তুত দ্রাবিড় ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের পক্ষেই সওয়াল করেছেন। ভারতীয় দলের দুই স্তম্ভ রোহিত-বিরাট অতীতে বলেছিলেন, ইমপ‌্যাক্ট প্লেয়ারের নিয়ম তাঁরা সমর্থন করেন না। কারণ, তা অলরাউন্ডারদের উন্নতিতে ব‌্যাঘাত ঘটায়। ব‌্যাট-বলের ভারসাম‌্য নষ্ট হয় তাতে। কিন্তু দ্রাবিড় যে এই ইস্যুতে ভিন্ন মেরুতে, তার প্রমাণ মিলল এবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রোহিত-বিরাটদের উলটো গাইলেন রাহুল দ্রাবিড়।
  • রাজস্থান রয়্যালসের হেডকোচ মনে করছেন, এ নিয়মের সুবিধা সব দলই পাচ্ছে। 
  • দ্রাবিড় যে এই ইস্যুতে ভিন্ন মেরুতে, তার প্রমাণ মিলল এবার।
Advertisement