shono
Advertisement
Abhishek Sharma

চার দিনের জ্বর থেকে উঠে অভিষেকের বিধ্বংসী সেঞ্চুরি, 'শর্মাজির ছেলে'র প্রশংসায় 'গুরু' যুবরাজ

বিপক্ষ বোলারদের জ্বর ছুটিয়ে দিয়েছেন তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 08:17 PM Apr 13, 2025Updated: 08:26 PM Apr 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার দিন জ্বরে কাহিল ছিলেন তিনি। জ্বর থেকে উঠেই বিপক্ষ বোলারদের জ্বর ছুটিয়ে দিলেন। করলেন ৪০ বলে সেঞ্চুরি। তাঁর ঝোড়ো ইনিংসে ভর করে পাঞ্জাব কিংসের দেওয়া ২৪৫ রানের বিরাট লক্ষ্য অনায়াসে পার করে সানরাইজার্স হায়দরাবাদ। অভিষেক শর্মার ৫৫ বলে ১৪১ রানের এমন ইনিংসের পর আপ্লুত 'গুরু' যুবরাজ সিং। 

Advertisement

কী বলেছেন যুবি? তাঁর কথায়, "আহা, শর্মাজির ছেলে। ৯৮ ও ৯৯ রানের মাথায় সিঙ্গলস নিয়েছ। অনেক পরিণত হয়ে গিয়েছ দেখছি। অসাধারণ ইনিংস উপহার দিয়েছ। ট্র্যাভিস হেডও খুব ভালো খেলেছে। এমন দুই ওপেনারকে একসঙ্গে খেলতে দেখাটাও একটা অভিজ্ঞতা। শ্রেয়সের ইনিংসটার কথাও কিন্তু বলতে হবে।"

যুবরাজের এমন মন্তব্যের পর বিশেষজ্ঞরা মনে করছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন তাঁর ছাত্র। মাত্র একটা বছর আগের কথা। সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে ছয় মারতে গিয়ে আউট হন অভিষেক। সেই ঘটনা মন থেকে মেনে নিতে পারেননি যুবরাজ। তিনি বলেছিলেন, "আশা করি পরের বছর বড় শট নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবে। সিঙ্গল রানও নিতে দেখা যাবে তোমাকে। এর জন্য কিন্তু আরও পরিশ্রম করতে হবে।" যুবরাজের এই পরামর্শ যে মাথা পেতে নিয়েছেন অভিষেক, তা অভিষেকের ইনিংস থেকেই স্পষ্ট।

গুরুর কাছ থেকে এমন প্রশংসা পেয়ে খুশি অভিষেকও। তিনি বলেন, "এই প্রথমবার তিনি সরাসরি আমার ইনিংসের প্রশংসা করেছেন। তিনি আমাকে নিয়ে গর্বিত জেনে খুবই ভালো লাগছে।" উল্লেখ্য, ১০টি ছয় ও ১৪টি চারে সাজানো ছিল অভিষেকের বিধ্বংসী ইনিংস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চার দিন জ্বরে কাহিল ছিলেন তিনি। জ্বর থেকে উঠেই বিপক্ষ বোলারদের জ্বর ছুটিয়ে দিলেন। করলেন ৪০ বলে সেঞ্চুরি।
  • তাঁর ঝোড়ো ইনিংসে ভর করে পাঞ্জাব কিংসের দেওয়া ২৪৫ রানের বিরাট লক্ষ্য 'অনায়াসে' পার করে সানরাইজার্স হায়দরাবাদ।
  • ঝোড়ো ইনিংসে ভর করে পাঞ্জাব কিংসের দেওয়া ২৪৫ রানের বিরাট লক্ষ্য অনায়াসে পার করে সানরাইজার্স হায়দরাবাদ।
Advertisement