সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাতায় কলমে আইপিএলের সফলতম দলগুলির তালিকায় তিন নম্বরে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের পর সবচেয়ে সফল নাইটরাই। গত মরশুমেও চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। কিন্তু নিয়মের কড়াকড়িতে গতবারের গোছানো দল ভেঙে গিয়েছে। বাধ্য হয়েই ছেড়ে দিতে হয়েছে একঝাঁক তারকা ক্রিকেটারকে। নিলামে কেমন দর পাবেন তাঁরা? কোন দলেই বা খেলতে দেখা যাবে প্রাক্তন নাইটদের? আদৌ কি ঘরে ফিরতে পারবেন কোনও নাইট?
মেগা অকশনের (IPL Auction 2025) আগে নাইটদের ছেড়ে দেওয়ার তালিকায় রয়েছেন শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্ক, নীতীশ রানা, ফিল সল্ট, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, বৈভব অরোরা, সুয়াশ শর্মা, অঙ্গকৃশ রঘুবংশী, মণীশ পাণ্ডে-সহ একঝাঁক তারকা। নিলামে নাম লিখিয়েছেন তাঁদের অধিকাংশই। কে কেমন দর পেতে চলেছেন, সেদিকে আগ্রহ থাকবে নাইটভক্তদের। অন্যদিকে, কেকেআর ম্যানেজমেন্টও চাইবে গতবারের চ্যাম্পিয়ন দলের সদস্যদের কয়েকজনকে দলে ফিরিয়ে আনতে। তাই 'প্রাক্তন' হলেও ছেড়ে দেওয়া নাইটদের ঘরে ফেরাতে চেষ্টা থাকবে শাহরুখ খানদের।
গতবারের অধিনায়ক শ্রেয়সকে রিটেন করেনি কেকেআর। সূত্রের খবর, দিল্লি টার্গেট করে রেখেছে নিজেদের পুরনো অধিনায়ক আইয়ারকে। শোনা যাচ্ছে, তাঁকে ইতিমধ্যেই দিল্লির কর্তৃপক্ষের তরফ থেকে বিশাল অঙ্ক দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাখা হয়েছে। তাই বিরাট দর পেয়ে আগামী আইপিএলে দিল্লির নেতা হিসাবে দেখতে পাওয়া যেতে পারে শ্রেয়সকে। বিরাট অঙ্কের দর পেতে পারেন মিচেল স্টার্কও। গত নিলামে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন তিনি। এবার তাঁর জন্য ঝাঁপাবে আরসিবি, পাঞ্জাবের মতো একাধিক দল। কেকেআরও তাঁকে ঘরে ফেরাতে চাইবে। গতবারের মতো আকাশছোঁয়া দাম না হলেও বেশ ভালো অঙ্কের দর পেতে চলেছেন অজি পেসার।
ফিল সল্টের ঝোড়ো ব্যাটিং গতবার নাইটদের বহু সাফল্য দিয়েছে। এবার তাঁকে দলে নিতে আগ্রহী পাঞ্জাব, গুজরাট টাইটান্সের মতো দল। সুনীল নারিনের ওপেনিং পার্টনার হিসাবে তাঁকে নিতে চাইবে কেকেআরও। তবে শেষ পর্যন্ত সোনালি-বেগুনি জার্সিতেই সল্টকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে গতবারের তুলনায় বেশি দাম পেতে পারেন তিনি। প্রাক্তন নাইট রহমানুল্লাহ গুরবাজের জন্য ঝাঁপাতে পারে গুজরাট,আরসিবি, চেন্নাই। তাঁকে ফেরত চাইবে নাইটরাও।
মিডল অর্ডারে নীতীশ রানার জন্য ঝাঁপাতে পারে চেন্নাই, আরসিবি, হায়দরাবাদের মতো দলগুলো। ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশীকেও এই দলগুলো কিনতে চাইবে। একইসঙ্গে নিলাম থেকে তাঁদের ঘরে ফেরাতে চাইবে কেকেআরও। তরুণ ভারতীয় পেসার বৈভব অরোরার দিকে সব ফ্র্যাঞ্চাইজির নজর থাকবে। ৮-৯ কোটি টাকা দাম পেতে পারেন তিনি। স্টার্কের পাশাপাশি বৈভবকেও ঘরে ফেরাতে চাইবে কেকেআর।