সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বনাম কে! একদিকে যদি থাকেন 'কিং' কোহলি, তাহলে অন্যদিকে হেনরিক ক্লাসেন। আইপিএলের রিটেনশনের তালিকা প্রকাশ্যে আসার পর দেখা গেল ভারতীয় তারকাকে ছাপিয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। একই সঙ্গে গত কয়েক বছরের হিসাবনিকাশ দেখে এই প্রশ্নও উঠছে, তাহলে কি আইপিএলের বাজারে সর্বোচ্চ দর বিদেশিদের পাওয়াটাই রেওয়াজ হয়ে যাচ্ছে?
সানরাইজার্স হায়দরাবাদ ক্লাসেনকে দিচ্ছে ২৩ কোটি টাকা। যদিও নির্দেশিকা অনুযায়ী তাঁকে ১৮ কোটি টাকা দিয়েও রাখা যেত। ক্লাসেনকে যে বাড়তি মূল্যেই রাখা হচ্ছে, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। অন্যদিকে কোহলিও যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে থাকবেন, তা নিয়ে সংশয়ের কোনও জায়গা ছিল না। তাঁকে ধরা রাখা হচ্ছে ২১ কোটি টাকায়। অর্থাৎ রিটেনশনের তালিকা অনুযায়ী ক্লাসেন তাঁর থেকে বেশি পাচ্ছেন।
সেই সূত্রেই উঠছে একটি প্রশ্ন। বেশ কয়েক বছর থেকেই আইপিএলের বাজারে সবচেয়ে বেশি দর উঠছে বিদেশিদের। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স থেকে স্যাম কুরান, ক্লাসেন, সেই ট্র্যাডিশন সমানে চলছে। অথচ ভারতে জনপ্রিয়তায় কোহলি এদেরকে কয়েকশো যোজন পিছনে ফেলে দেবেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টির জগৎ থেকে অবসর নিলেও, তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। তবু ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ বেতন পেলেও বিদেশির থেকে পিছিয়েই পড়লেন তিনি।
এমনকী কোহলির সমান মূল্যে ধরে রাখা হয়েছে নিকোলাস পুরানকেও। এর পর অবশ্য দাপট আছে ভারতীয়দেরই। জশপ্রীত বুমরাহ, ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়ালরা পাবেন ১৮ কোটি টাকা। একই মূল্যে রিটেন করা হয়েছে প্যাট কামিন্স, রশিদ খানদেরও। তবে ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা নিলামে উঠলে এই হিসেব বদলে যেতে পারে। আর এই রিটেনশনের তালিকায় একজন বাঙালি ক্রিকেটারই রয়েছেন। তিনি অভিষেক পোড়েল। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার 'আনক্যাপড' হিসেবে পাবেন ৪ কোটি। মজার বিষয়, 'আনক্যাপড' হিসেবে একই মূল্য পাবেন আরও একজন ক্রিকেটার, যিনি দেশের হয়ে ৫০০-র উপর ম্যাচ খেলেছেন। তিনি মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৫ বছরের বেশি অবসর নেওয়ায় তিনিও 'আনক্যাপড'।