shono
Advertisement
Mohammed Shami

কামব্যাকের পর ফের বাদ শামি! চতুর্থ টি-টোয়েন্টিতে দলে ৩ বদল ঘটালেন সূর্যকুমার

রাজকোটে প্রত্যাবর্তন ঘটেছিল বাংলার পেসারের।
Published By: Sulaya SinghaPosted: 07:07 PM Jan 31, 2025Updated: 07:25 PM Jan 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিট হওয়ার পরও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে বেঞ্চে বসতে হয়েছিল মহম্মদ শামিকে। অবশেষে রাজকোটে প্রত্যাবর্তন ঘটে বাংলার পেসারের। কিন্তু পুণেতে ফের একই ছবি। প্রথম একাদশে ঠাঁই হল না শামির। দলে তিন বদল ঘটালেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

Advertisement

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটিতে জিতে ৫ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তবে রাজকোটে খেলা ঘুরিয়ে দেন জোস বাটলাররা। সেই ম্যাচে ১৪ মাস পর কামব্যাক করেন শামি। কিন্তু উইকেটের খাতা খুলতে ব্যর্থ হন তিনি। তিন ওভার বল করে দেন ২৫ রান। ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে সূর্যকুমার বলেছিলেন, শামির থেকে আরও ভালো বোলিং আশা করে দল। তখনই যেন ইঙ্গিত পাওয়া গিয়েছিল, পরের ম্যাচে আবারও মাঠের বাইরেই রাখা হতে পারে শামিকে। সেই আশঙ্কাই সত্যি হল শুক্রবার। তাঁকে ছাড়াই প্রথম একাদশ সাজালেন গম্ভীর। প্রশ্ন উঠছে, এতদিন পর কামব্যাক করা তারকাকে একটি ম্যাচে পারফরম্যান্সের ভিত্তিতে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঠিক কতটা যুক্তিযুক্ত?  

শামির পাশাপাশি এদিন প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেলও। গত ম্যাচে এক ওভারে ১৫ রান দিয়ে কোনও উইকেট পাননি ওয়াশিংটন। অন্যদিকে ব্যাট হাতে মাত্র ২ রানেই আউট হয়েছিলেন ধ্রুব। তাঁরা বাদ পড়ায় এদিন প্রথম একাদশে জায়গা করে নিলেন রিঙ্কু সিং এবং শিবম দুবে। চোটের কারণে গত ম্যাচে খেলতে পারেননি টি-টোয়েন্টির মারকাটাকি ব্যাটার রিঙ্কু। এদিকে চোটের কবলে পড়া নীতীশ কুমার রেড্ডি সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ডাক পেয়েছিলেন দুবে। এদিন মাঠে নেমে পড়লেন তিনিও। শামির পরিবর্ত হিসেবে প্রথম এগারোয় ঢুকলেন অর্শদীপ সিং। এবার দেখার, খোলনলচে বদলে জয়ের সরণিতে ভারত ফিরতে পারে কি না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শামির পাশাপাশি এদিন প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেলও।
  • গত ম্যাচে এক ওভারে ১৫ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। অন্যদিকে ব্যাট হাতে মাত্র ২ রানেই আউট হয়েছিলেন ধ্রুব।
  • তাঁদের বাদ পড়ায় এদিন প্রথম একাদশে জায়গা করে নিলেন রিঙ্কু সিং এবং শিবম দুবে।
Advertisement