সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে বিচ্ছেদ ঘটল মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। প্রথমে তাঁকে রিটেন করেনি আরসিবি। পরে নিলামে তাঁর জন্য বিড করেনি। এমনকী আরটিএমও ব্যবহার করতে চায়নি বেঙ্গালুরু। ১২.২৫ কোটি টাকায় তাঁকে কিনে নেয় গুজরাট টাইটান্স। বিদায়বেলায় সিরাজ দীর্ঘ বার্তা পাঠালেন আরসিবি-র ভক্তদের জন্য।
সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'আরসিবি-তে কাটানো সাত বছর আমার হৃদয়ের খুব কাছের। আজ যখন সেই সময়ের দিকে ফিরে তাকাচ্ছি, তখন আমার হৃদয় ভালোবাসা, আবেগ আর কৃতজ্ঞতায় ভরে উঠছে। প্রথম যখন আরসিবি-র জার্সি গায়ে দিই, তখনও জানতাম না আমাদের বন্ধনটা এত দৃঢ় হয়ে যাবে। তাতে উত্থান-পতন ছিল। কিন্তু একটা জিনিসের কখনও খামতি হয়নি। সেটা হল ভক্তদের উদার সমর্থন। আরসিবি শুধু একটা ফ্র্যাঞ্চাইজি নয়, তা যেন হৃদস্পন্দন, যেন নিজের পরিবার'।
তিনিও আরও লিখেছেন, 'যেদিন আমরা হেরে যেতাম, সেদিনের কথা ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু তবু গ্যালারিতে, সোশাল মিডিয়ায় আমাদের সমর্থকরা জুগিয়ে গেছে ভক্তরা। তোমরাই আরসিবি-র আত্মা। যতবার মাঠে পা দিয়েছি, ততবার তোমাদের চোখে আশা ও স্বপ্ন দেখেছি। যখন হেরেছি, তোমাদের চোখে জল দেখেছি। আবার দেখেছি তোমাদের উচ্ছ্বাস। একটা কথাই বলতে চাই, আরসিবি-র থেকে ভালো সমর্থক সারা পৃথিবীতে নেই।'