shono
Advertisement
MS Dhoni

আইপিএলে নতুন রেকর্ড ধোনির, প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই নজির

ধোনির মুকুটে নতুন পালক। কী রেকর্ড গড়লেন তিনি?
Posted: 04:22 PM Apr 29, 2024Updated: 04:23 PM Apr 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) মানেই নতুন নতুন সব রেকর্ড। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ১৫০ ম্যাচ জেতার নজির গড়লেন চেন্নাই সুপার কিংসের মহানায়ক।
২০০৮ সালে প্রথম বার আইপিএল অনুষ্ঠিত হয়। তখন থেকে এখন পর্যন্ত টানা খেলে চলেছেন ধোনি। মাঝে রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন ধোনি। এই ৪২-এও ধোনি রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছেন আইপিএলে। প্রায় প্রতিদিনই নিত্যনতুন রেকর্ড গড়ছেন তিনি। রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ধোনি নতুন মাইলস্টোন ছুঁলেন। প্রথম ক্রিকেটার হিসেবে ১৫০ আইপিএল ম্যাচ জেতার রেকর্ড গড়লেন। 

Advertisement

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণায় চমক, কারা সুযোগ পেলেন নিউজিল্যান্ড স্কোয়াডে?


সবচেয়ে বেশি ম্যাচ জেতার নিরিখে সবার প্রথমে ধোনিই। ১৩৩টি ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে রবীন্দ্র জাদেজা। সমসংখ্যক ম্যাচ জিতে রোহিত শর্মা রয়েছেন তিন নম্বরে। দীনেশ কার্তিক (১২৫টি জয়) ও সুরেশ রায়না (১২২টি জয়) রয়েছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।
সফল অধিনায়ক হিসেবে ধোনি সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন। ১৩৩টি ম্যাচ জিতে তিনি একনম্বরে। ৮৭টি ম্যাচ জিতে রোহিত শর্মা রয়েছেন দ্বিতীয় স্থানে।
এবারের আইপিএলে খুব অল্প সময়ের জন্য ব্যাট করতে নামছেন ধোনি। এখনও পর্যন্ত ৩৭ বল খেলেছেন তিনি। রান করেছেন ৯৬। স্ট্রাইক রেট ২৫৭। শেষের দিকে স্বল্প সংখ্যক বলে ধোনির ধুমধারাক্কা ব্যাটিং বেশ কয়েকটি ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। কেরিয়ারের শেষ বেলাতে পৌঁছেও ধোনি-ম্যাজিক দেখা যাচ্ছে মাঠে। 

[আরও পড়ুন: সেমিফাইনাল হেরে ক্ষুব্ধ, মোহনবাগান অধিনায়কের বিরুদ্ধে মারমুখী ওড়িশার ফুটবলাররা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) মানেই নতুন নতুন সব রেকর্ড।
  • আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ১৫০ ম্যাচ জেতার নজির গড়লেন চেন্নাই সুপার কিংসের মহানায়ক।
  • ২০০৮ সালে প্রথম বার আইপিএল অনুষ্ঠিত হয়। তখন থেকে এখন পর্যন্ত টানা খেলে চলেছেন ধোনি।
Advertisement