সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের টি-২০ লিগের নিলামে দল পেলেন না কোনও পাকিস্তানি ক্রিকেটার! জানা গিয়েছে, এবারের হান্ড্রেডস লিগে মোট ৫০ জন পাক ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোনও দলই পাক তারকাদের কেনেনি। টুর্নামেন্টের চার বছরের ইতিহাসে এমনটা কখনও হয়নি। প্রশ্ন উঠছে, দলের মালিকানার ক্ষেত্রে আইপিএল ফ্র্যাঞ্চাইজির প্রাধান্য থাকার কারণেই কি 'অঘোষিত নিষেধাজ্ঞা' চাপানো হল পাক ক্রিকেটারদের উপর?

২৬/১১ মুম্বই হামলার পর থেকে পাক ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করা হয়েছে। তবে বিশ্বের একাধিক লিগে চুটিয়ে খেলতে দেখা যায় পাক তারকাদের। কিন্তু এবার ইংল্যান্ডের টি-২০ লিগে অংশ নিয়েছে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানায় অংশীদারিত্ব পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে পার্টনারশিপে টিম চালাবে তারা। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার রয়েছে ওভাল ইনভিনসিবলসে, সানরাইজার্স হায়দরাবাদের শেয়ার রয়েছে নর্দার্ন সুপারচার্জার্সে এবং দিল্লি ক্যাপিটালসের শেয়ার রয়েছে সাদার্ন ব্রেভ দলে।
এবারের দ্য হান্ড্রেডসের নিলামে নাম লিখিয়েছিলেন ৪৫ জন এবং ৫ জন মহিলা পাক ক্রিকেটার। সেই তালিকায় নাসিম শাহ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাদাব খানের মতো পাকিস্তানের জাতীয় দলের তারকারা। কিন্তু শেষ পর্যন্ত কেউই দল পাননি। তারপর থেকেই প্রশ্ন উঠছে, কেন এইভাবে ব্রাত্য করে রাখা হল পাক ক্রিকেটারদের? অনেকের মতে, পাকিস্তানি ক্রিকেটারদের নাকি দলে নিতে চায়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে পাক ক্রিকেটারদের সূচি নিয়েও সমস্যা রয়েছে। পাক বোর্ডের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেতেও সমস্যা হয়। এতকিছু ভেবেই পাক তারকাদের দলে নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।