shono
Advertisement
Rohit Sharma

এক বাক্যে রোহিতকে ব্যাখ্যা করুন, ভক্তের প্রশ্নের উত্তরে মন জিতলেন প্রীতি

চলতি আইপিএলে প্লে অফে পৌঁছনোর আশা শেষ মুম্বইয়ের।
Posted: 06:56 PM May 06, 2024Updated: 07:09 PM May 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের জার্সি গায়ে তাঁর কৃতিত্বের বহু উদাহরণ রয়েছে। ব্যাট হাতে কিংবা নেতৃত্বে, দলকে বিশ্বমঞ্চে সেরা করতে নিজেকে উজাড় করে দিয়েছেন বারবার। আইপিএলেও অন্যতম সফল অধিনায়ক তিনি। পাঁচবার মুম্বই ইন্ডিয়ান্সকে ট্রফি জিতিয়েছেন। ঠিক ধরেছেন, কথা হচ্ছে রোহিত শর্মার। ভারতীয় অধিনায়ককে এক বাক্যে ব্যাখ্যা করতে হলে কী বলবেন? সোশাল মিডিয়ায় এমনই প্রশ্ন ধেয়ে এসেছিল প্রীতি জিন্টার দিকে। তাঁর জবাব মন কাড়ল অনুরাগীদের।

Advertisement

চলতি আইপিএলে (IPL 2024) মুম্বইয়ের নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রোহিতকে। ব্যাট হাতেও সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। তার উপর লাগাতার হারের জেরে প্লে অফে পৌঁছনোর আশাও শেষ পাঁচবারের চ্যাম্পিয়নদের। তবে হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে বিতর্কের মাঝেই ক্রিকেট ভক্তদের সহানুভূতি কেড়ে নিয়েছেন রোহিত। তবে এই তালিকায় রয়েছেন পাঞ্জাব কিংসের কর্ণধার প্রীতিও।

[আরও পড়ুন: জন্মদিনে ভোটপ্রচার নয়! বাড়িতেই কাঞ্চন, ‘নতুন বউ’ শ্রীময়ী রাঁধলেন ইলিশ-ভেটকি]

সোশাল মিডিয়ায় এক নেটিজেন প্রীতিকে (Preity Zinta) প্রশ্ন করেন, ভারতীয় দলের হিটম্যানকে এক বাক্যে ব্যাখ্যা করুন। অনুরাগীর প্রশ্নের উত্তর দিতে দেরি করেননি অভিনেত্রী। বলে দেন, "প্রতিভার অফুরান ভাণ্ডার।" প্রাণ খুলে যেভাবে প্রতিপক্ষ দলের তারকার প্রশংসা করেছেন প্রীতি, তাতে বাহবা কুড়িয়ে নিয়েছেন তিনি। যতই হোক, দিনের শেষে তো তিনি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন (Rohit Sharma)। তাঁর কাঁধে ভর দিয়েই তো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে দেশবাসী।

চলতি আইপিএলে আপাতত লিগ তালিকার শেষে রয়েছে মুম্বই। পাঞ্জাবের অবস্থাও ভালো বলা চলে না। ১১ ম্যাচের মধ্যে চারটি জিতে অষ্টম স্থানে প্রীতির দল। প্লে অফের আশা কার্যত শেষ পাঞ্জাবেরও।

[আরও পড়ুন: কামিন্স-দিমির পরে মোহনবাগানে আর এক অজি বিশ্বকাপার! মেসির বিরুদ্ধে খেলা তারকা প্রায় নিশ্চিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি আইপিএলে (IPL 2024) মুম্বইয়ের নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রোহিতকে।
  • ব্যাট হাতেও সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি।
  • তার উপর লাগাতার হারের জেরে প্লে অফে পৌঁছনোর আশাও শেষ পাঁচবারের চ্যাম্পিয়নদের।
Advertisement