shono
Advertisement
Prithvi Shaw

'হৃদয়ভঙ্গ' থেকে ৭ মিনিটে প্রত্যাবর্তন! আইপিএলে দল পেতেই 'পালটি' খেলেন পৃথ্বী

পৃথ্বীকে ৭৫ লক্ষ টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস।
Published By: Arpan DasPosted: 10:32 AM Dec 17, 2025Updated: 01:19 PM Dec 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় তাঁর তুলনা চলত শচীন তেণ্ডুলকরের সঙ্গে। রবি শাস্ত্রী পর্যন্ত বলেছিলেন, শচীন, লারা, শেহওয়াগের সংমিশ্রণ। সেই সব সুখের দিন পেরিয়ে ক্রিকেট কেরিয়ারের গ্রাফ ক্রমশ নিচের দিকে গিয়েছে পৃথ্বী শ’র (Prithvi Shaw)। আইপিএলে গত বছর অবিক্রীত ছিলেন। এবার কামব্যাকের দরজা খুলল। এবারের মিনি নিলামে দু'বার 'আনসোল্ড' থাকার পর দিল্লি ক্যাপিটালস তাঁকে কিনে নেয়। আর তারপরই সোশাল মিডিয়ায় 'পালটি' খেলেন পৃথ্বী।

Advertisement

নিলামে ৭৫ লক্ষ টাকা ন্যূনতম মূল্য ছিল পৃথ্বীর। তবে প্রথমবার তাঁকে কিনতে কেউ উৎসাহ দেখায়নি। প্রাথমিক নিলাম শেষে ফের ঘুরে আসে পৃথ্বীর নাম। এবারও তাঁর জন্য কেউ বিড করেননি। তারপরই সোশাল মিডিয়ায় 'মনখারপ' উগরে দেন পৃথ্বী। ইনস্টাগ্রাম স্টোরিতে হৃদয়ভঙ্গের ইমোজি পোস্ট করেন। কিন্তু নাটক তখনও বাকি ছিল। রাত ৯টা ১০-এ তিনি স্টোরি আপলোড করেন। ঠিক তার সাত মিনিট পরেই তিন নম্বর রাউন্ডে তাঁকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস।

তাঁকে ৭৫ লক্ষ টাকায় কেনে দিল্লি। তারপর স্টোরি ডিলিট করে দেন পৃথ্বী। এবার তিনি স্টোরিতে লেখেন, 'ইটস ওকে'। অর্থাৎ 'এটাও চলবে'। সঙ্গে হৃদয়ভঙ্গের ইমোজির পাশাপাশি ছিল আরেকটি ইমোজি। যার অর্থ, কৃতজ্ঞতা জানানো।

দিল্লির দলে ফেরা মানে তাঁর কাছে 'ঘরে ফেরা'। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত সেখানে খেলেছেন। সব মিলিয়ে ৭৯ ম্যাচে ১৮৯২ রান করেছেন। ১৪টি হাফসেঞ্চুরি আছে। তবে পরের দিকে ক্রমশ ফর্ম খারাপ হয়েছে। বিতর্কে জড়িয়েছেন। গত আইপিএলে দল পাননি। যদিও বর্তমানে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন। কেরিয়ার বাঁচাতে মুম্বই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে খেলছেন ২৫ বছর বয়সি ক্রিকেটার। সেখানে সাফল্যও পাচ্ছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একটা সময় তাঁর তুলনা চলত শচীন তেণ্ডুলকরের সঙ্গে। রবি শাস্ত্রী পর্যন্ত বলেছিলেন, শচীন, লারা, শেহওয়াগের সংমিশ্রণ।
  • সেই সব সুখের দিন পেরিয়ে ক্রিকেট কেরিয়ারের গ্রাফ ক্রমশ নিচের দিকে গিয়েছে পৃথ্বী শ’র।
  • আইপিএলে গত বছর অবিক্রীত ছিলেন। এবার কামব্যাকের দরজা খুলল।
Advertisement