shono
Advertisement
Virat Kohli

বিরাটের 'ভুল' পরামর্শে ছন্দহীন আকাশ দীপ! বাংলার পেসারের টেস্ট ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় অশ্বিন

কেন ভারতের বদলে অস্ট্রেলিয়া বিশ্বসেরা? উদাহরণ দিয়ে সেটাও বোঝালেন অশ্বিন।
Published By: Arpan DasPosted: 07:14 PM Jan 31, 2025Updated: 07:14 PM Jan 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে যথেষ্ট বিপাকে ফেলেছিলেন আকাশ দীপ। কিন্তু সেভাবে উইকেট পাননি। তার কারণ কী বিরাটের 'ভুল' পরামর্শ? সেরকমই মনে করেন রবিচন্দ্রন অশ্বিন। এমনকী তাঁর আশঙ্কা আর হয়তো ভারতের জার্সিতে টেস্ট খেলতে দেখা যাবে না বাংলার পেসারকে।

Advertisement

গাব্বা টেস্টে হর্ষিত রানার জায়গায় সুযোগ পান আকাশ দীপ। কিন্তু উইকেট পান মাত্র তিনটি। অথচ অজি ব্যাটারদের রীতিমতো নাকানিচোবানি খাওয়াচ্ছিলেন তিনি। তাহলে কোথায় গন্ডগোল হল? যা নিয়ে অশ্বিন বলছেন, "গাব্বায় অসাধারণ বোলিং করছিল আকাশ দীপ। সম্ভবত জশপ্রীত বুমরাহর থেকেও ভালো বল করছিল ও। আমি বাইরে থেকে দেখছিলাম। হঠাৎ দেখি, কোহলি ওকে গিয়ে বলে, 'সোজা বল কর'। সেই অনুযায়ী, ফিল্ডার সাজানো হয়। তারপর আকাশ দীপ শরীর লক্ষ্য করে বা লেগ সাইডে বল করা শুরু করে। তারপরই ও ছন্দ হারায়।"

কোথায় 'ভুল' করলেন বিরাট, সেটাও বলে দিচ্ছেন অশ্বিন। ওই টেস্টের পরই অবসর নেওয়া স্পিনার বলছেন, "বোলিং ব্যাপারটা অন্য রকম। যদি আমাকে লাইন লেংথ বদলাতে হয়, তাহলে বিষয়টা গোড়া থেকে শুরু করতে হয়। প্রতিটা মাঠে আলাদাভাবে প্রস্তুতি নিতে হয়। যখন দেখছেন একজন বোলার ভালো বল করছে, তাহলে তাকে বিরক্ত করবেন না।"

গাব্বার বৃষ্টিবিঘ্নিত টেস্ট ড্র হয়। তারপরের টেস্টে মাত্র ২টি উইকেট পান আকাশ। অশ্বিনের আশঙ্কা বাংলার পেসারকে হয়তো আর টেস্ট খেলতে দেখা যাবে না। তিনি বলেন, "ব্যাটাররা সুযোগ পায়, বোলাররা পায় না। অস্ট্রেলিয়ায় আকাশ বেশি উইকেট পায়নি, ফলে আর হয়তো ও সুযোগ পাবে না। কিন্তু ভারতে ব্যাটাররা রান না করেও একাধিক সুযোগ পায়। এই জন্যই অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটে সেরা। ভারত নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে যথেষ্ট বিপাকে ফেলেছিলেন আকাশ দীপ। কিন্তু সেভাবে উইকেট পাননি।
  • তার কারণ কী বিরাটের 'ভুল' পরামর্শ? সেরকমই মনে করেন রবিচন্দ্রন অশ্বিন।
  • এমনকী তাঁর আশঙ্কা আর হয়তো ভারতের জার্সিতে টেস্ট খেলতে দেখা যাবে না বাংলার পেসারকে।
Advertisement