সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদকদ্রব্য পাচারের অভিযোগে গ্রেপ্তার কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কিরটন। জানা যাচ্ছে বার্বাডোসের বিমানবন্দরে তাঁর সঙ্গে প্রচুর পরিমাণে ক্যানাবিস বা গাঁজা ছিল। বিমানবন্দরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। আপাতত জেল হেফাজতে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বংশোদ্ভূত ক্রিকেটারকে।

বার্বাডোসের গ্র্যান্টলে অ্যাডামস বিমানবন্দরে নিকোলাসের সঙ্গে ২০ পাউন্ড বা ৯ কেজি ক্যানাবিস পাওয়া যায়। এমনিতে মোটামুটি ৫৭ গ্রাম পর্যন্ত গাঁজা থাকলে সে দেশে আইনত দণ্ডনীয় বলে ধরা হয় না। কিন্তু সেটা নিয়ে প্রকাশ্যে ঘোরা যাবে না। নাহলে জরিমানা করা হবে। কিন্তু কিরটনের কাছে যে বৈধ নিয়মের থেকে প্রায় ১৬০ গুণ বেশি গাঁজা পাওয়া গিয়েছে।
এই বিষয়ে কানাডার ক্রিকেট সংস্থা থেকে বলা হয়েছে, "আমরা নিকোলাস কিরটনের বিরুদ্ধে অভিযোগ ও তাঁকে জেল হেফাজতে নেওয়ার বিষয়ে সচেতন। আমরা আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছি। ক্রিকেট কানাডা চায় গোটা ঘটনায় যেন স্বচ্ছতা থাকে। এই বিষয়ে যা খবর আসবে, তা আমরা জানাব।"
সামনেই কানাডার ম্যাচ রয়েছে। নর্থ আমেরিকা কাপে বাহামাস, বারমুডা, আমেরিকা ও ক্যামান আইল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে তাদের। সেখানে আদৌ কিরটন খেলতে পারবেন কি না, সেই নিয়ে সংশয় রয়েছে। এই নিয়ে ক্রিকেট কানাডা জানিয়েছে, "আমরা বিষয়টা যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছি। তবে তাতে আমাদের ম্যাচের প্রস্তুতিতে কোনও প্রভাব পড়বে না। আমরা গৌরব ও পেশাদারিত্বের সঙ্গে দেশকে নেতৃত্ব দেব।"
নিকোলাস কিরটন বয়স ভিত্তিক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন। পরে কানাডার হয়ে খেলা শুরু করেন। ২০১৮-এ তাঁর অভিষেক হয়। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন। যে গ্রুপে ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস ছিল। ২০২৪-র জুলাই মাসে তাঁকে অধিনায়ক করা হয়।