শুভায়ন চক্রবর্তী, ব্রিসবেন: রোহিত শর্মা কি ওপেনিংয়ে ফিরবেন? নাকি পারথ টেস্টের সফল জুটি যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুলের উপরেই ভরসা রাখবে টিম ইন্ডিয়া? ব্রিসবেন টেস্ট শুরুর ৪৮ ঘণ্টা আগেও সেই প্রশ্নের উত্তর নেই ক্রিকেটপ্রেমীদের কাছে।
বৃহস্পতিবার ব্রিসবেনে প্রথম প্র্যাকটিস সেশনে নামে ভারত। নতুন বলে ব্যাট করতে দেখা যায় রাহুল-যশস্বীকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নেটে চলে আসেন ভারত অধিনায়ক। বেশ কিছুক্ষণ তিনি নতুন বলে ব্যাটিং করেন। ক্রিকেটবোদ্ধাদের মতে, অস্ট্রেলিয়ায় এটাই রোহিতের সেরা প্র্যাকটিস সেশন। নেটে বেশ কয়েকবার পেসারদের ডেলিভারিতে বিট হয়েছেন, ব্যাটের কাণা ছুঁয়ে গিয়েছে বল, কিন্তু তা সত্ত্বেও অধিকাংশ সময়েই জমাট থেকেছে ভারত অধিনায়কের ডিফেন্স। পছন্দের পুল শট হাঁকিয়েছেন কয়েকবার। বল ছাড়ার পাশাপাশি বেশ ভালোরকম ব্যাটে-বলেও করতে পেরেছেন রোহিত।
নতুন বলে অনুশীলনের পাশাপাশি বেশ কিছুক্ষণ পুরনো বলেও ব্যাট করেছেন ভারত অধিনায়ক। আবার অন্যদিকে, নতুন বলে বেশ স্বচ্ছন্দ দেখিয়েছে রাহুলকে। নেটে তাঁর শটের প্রশংসা করেন মর্নি মর্কেল এবং রায়ান টেন দুশখাতে। পুরনো বলেও দীর্ঘ সময় ব্যাটিং করেছেন রাহুল। তার পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে ব্রিসবেন টেস্টে ভারতের ব্যাটিং অর্ডার কেমন হবে? রোহিত-রাহুল দুজনকেই এদিন নতুন এবং পুরনো বলে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ব্রিসবেনে কে নতুন বলের মোকাবিলা করবেন, ভারতের অনুশীলন দেখে সেটা আন্দাজ করার উপায় নেই।
ক্রিকেটমহলের একাংশের দাবি, ব্রিসবেনে ওপেন করা উচিত রোহিতের। কারণ ব্যাটিং অর্ডার পালটে অ্যাডিলেডে রান পাননি তিনি। ওপেন করতে নামা রাহুলও সেভাবে সফল হননি। তাই ব্রিসবেন টেস্টে রাহুলকে ৬ নম্বরে পাঠিয়ে রোহিতের উচিত ওপেন করা। আবার অনেকের দাবি, ওপেন করতে রাহুল রান পাচ্ছেন তাই তাঁকেই ইনিংসের শুরুতে পাঠানো হোক। শেষ পর্যন্ত গাব্বার সবুজ পিচে কে ওপেন করবেন?